হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ

 

হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। হোন্ডা মটরসাইকেল কেনার আগে অবশ্যই জানতে হবে হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে। আজকের আলোচনা হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে।
বর্তমানে নতুন নতুন মডেল বাজারে আসার কারণে এগুলোর দামে তারতম্য হয়। এজন্য সবচেয়ে ভালো হবে মটরসাইকেল কেনার আগে ভালো করে দাম সম্পর্কে জেনে নিতে হবে। তাই আপনাদের জন্য আজকে আলোচনা করব ২০২৩ এ হোন্ডা মটরসাইকেলের দাম নিয়ে।

পোস্ট সূচীপত্র | হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ

কেন কিনবেন হোন্ডা মটরসাইকেল

বর্তমানে হোন্ডা মটরসাইকেল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, লং লাস্টিং ক্যাপাসিটি বিশিষ্ট একটি মটরসাইকেল। একটা মটরসাইকেল সব দিক দিয়েই পারফেক্ট হওয়ার জন্য যা যা লাগে তার সবকিছুই আপনি হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেলের মধ্যে পাবেন। অসাধারণ চিটিং পজিশন, ড্রাইভিং সিস্টেম, হ্যান্ডেল কন্ট্রোলিং সবকিছুই আপনাকে দিবে অসাধারণ উপভোগ। হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন।
হোন্ডা মটরসাইকেল গুলোর মাইলেজ এবং টপ স্পিড অনেক বেশি। এই মোটরসাইকেলগুলোর মেক্সিমাম টর্ক এবং মেক্সিমাম পাওয়ার ক্ষমতা অনেক বেশি হওয়ায় ভালো সার্ভিস প্রদান করে। তাহলে এখন জানতে পারলেন যে হোন্ডা মটরসাইকেল কেন কিনবেন।

হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ

যতই দিন যাচ্ছে দর্শক চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন মডেলের, বিভিন্ন ডিজাইনের মটরসাইকেল বাজারে আনছে মটরসাইকেল নির্মাতা কোম্পানিগুলো। মটরসাইকেল গুলোতে অতিরিক্ত প্রযুক্তি যুক্ত করার কারণে দামের সাথেও যুক্ত হয়েছে অতিরিক্ত টাকা। হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে আজকে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ।

আপনি যদি হোন্ডা মটরসাইকেল কিনতে চান তাহলে আপনার বাজেট ৯০০০০ টাকা থেকে ৬০০০০০ টাকা থাকতে হবে। অর্থাৎ আপনার বাজেট যেমন হবে আপনি তেমন লেভেলের মটরসাইকেল কিনতে পারবেন। হোন্ডা মটরসাইকেলে বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহার হয়। যেমন এবিএস ব্রেকিং সিস্টেম, সিবিএস বেকিং সিস্টেম, ড্রাম ব্রেকিং সিস্টেম, ডিস্ক ব্রেকিং সিস্টেম। এইসবের কারণে দামের ক্ষেত্রেও তারতম্য হয়।
আপনি যদি এবিএস বেকিং সিস্টেম এর বাইক বা মটরসাইকেল কিনতে চান তাহলে ২ লক্ষ টাকার উপরে লাগবে। আবার যদি ড্রাম ব্রেকিং সিস্টেমের বাইক কিনতে চান তাহলে সর্বনিম্ন ১ লক্ষ টাকা হলেই হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে। চলুন তাহলে দেখে নেই হোন্ডা ব্র্যান্ডের কয়েকটি মটরসাইকেল এর দাম।

হোন্ডা ব্র্যান্ডের কয়েকটি মটরসাইকেলের দাম

হোন্ডা ব্র্যান্ডের কয়েকটি মোটরসাইকেলের দাম আমরা উল্লেখ করব। সেখান থেকে আপনি আপনার পছন্দের বাইকটি সহজেই কিনতে পারবেন। দেখে নিন হোন্ডা ব্যান্ডের কয়েকটি মটরসাইকেলের দাম-
  • হোন্ডা ড্রিম নিও ১১০: ১১০ সিসির এই মটরসাইকেলটিতে ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এয়ার কুলেট, ফোর স্ট্রোক, এসআই ইঞ্জিন এবং মোটরসাইকেলটির মাইলেজ ঘন্টায় ৭০ কিলোমিটার  পর লিটার। মোটরসাইকেলটি এক ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলতে পারে। মোটরসাইকেল টির বর্তমান বাজার মূল্য ৯৭ হাজার টাকা।
  • হোন্ডা লিভো ১১০ ডিস্ক: হোন্ডা লিভো ১১০ মোটরসাইকেলটির দাম বর্তমানে ১ লক্ষ ১৩হাজার ৯ শত টাকা। মোটরসাইকেলটির মাইলেজ এবং টপ স্পিড যথাক্রমে ৭৪ এবং ৮৬ কিলোমিটার ঘন্টায়। মোটরসাইকেলটির দুই ধরনের পাওয়া যায় একটাতে ড্রাম ব্রেক আর একটাতে ডিস্ক ব্রেক। এজন্য দামে একটু তারতম্য হয়।
  • হোন্ডা সিবি সাইন ১২৫: হোন্ডা সিবি সাইন মোটরসাইকেলটি বর্তমানে বহুল আলোচিত এবং প্রচলিত। কারণ মোটরসাইকেলটিতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এবং মাইলেজ অত্যন্ত ভালো। মোটরসাইকেলটি ১ লিটার তেলে ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং এক ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চলতে পারে। বাইকটি বর্তমানে বাজারে ১ লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকায় পাওয়া যায়।
  • হোন্ডা সিবিআর ১৫০ আর স্ট্রিট ফায়ার: উচ্চ পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১৫৯ সিসি এবং বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, ৪ ভাল্ব, ৪ স্ট্রোক। মোটরসাইকেলটির সর্বোচ্চ স্পিড ১৫০ কিলোমিটার ঘণ্টায় এবং সর্বোচ্চ মাইলেজ ৩৫ কিলোমিটার পার লিটারে। মার্কেটে মোটরসাইকেলটির বর্তমান দাম ৩ লক্ষ ৮০ হাজার টাকা।
  • হোন্ডা সিবিআর ১৫০ আর মটো জিপি এবিএস: শক্তিশালী এই মোটরসাইকেলটির বর্তমান বাজারে দাম ৪ লক্ষ ৫০ হাজার  টাকা। এত দাম হওয়ার কারণ বাইকটির সর্বোচ্চ স্পিড এবং উচ্চ পাওয়ার ক্ষমতার জন্য। এই মোটরসাইকেলটির সর্বোচ্চ স্পিড ১৩৫ কিলোমিটার ঘন্টায় এবং সর্বোচ্চ পাওয়ার ৯০০০ আরপিএম।
  • হোন্ডা এক্স ব্লেড ১৬০: বাইকটির বর্তমান দাম ১ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা।
  • হোন্ডা সিবি হরনেট ১৬০ আর: এই মোটরসাইকেলটির দাম ১ লক্ষ ৬৯ হাজার ৮০ টাকা।
  • হোন্ডা সিবি ট্রিগার ১৫০ ডিডি: মোটরসাইকেলটির দাম ১ লক্ষ ৯১ হাজার টাকা।
  • হোন্ডা সিবিআর ১৫০ আর এক্স মোশন: শক্তিশালী এই মোটরসাইকেলটির বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
  • হোন্ডা সিবিআর ১৫০ আর রেপজল: আকর্ষণীয় মডেলের এই বাইকটির দাম ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
তাহলে আপনারা জানতে পারলেন হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে। আপনার বাজেট অনুযায়ী এখান থেকে আপনি মটরসাইকেল বেছে নিতে পারবেন

বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের আপকামিং মোটরসাইকেল

প্রতিনিয়ত মার্কেটে হোন্ডা ব্যান্ড আকর্ষণীয় মডেল এবং ফিচার যুক্ত মোটরসাইকেল আনছে। যেগুলো অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এবং সার্ভিস কোয়ালিটি অত্যন্ত উন্নতমানের। হোন্ডা ব্যান্ডের মোটরসাইকেল গুলো ড্রাইভিং এ আনে মনমুগ্ধকর পরিস্থিতি। বর্তমানে স্পোর্টসে হোন্ডা মোটরসাইকেল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা উপরে জেনেছি হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে। এখন আমরা জানবো বাংলাদেশে হোন্ডা ব্যান্ডের আপকামিং মোটরসাইকেলগুলোর নাম।
বর্তমানে বাংলাদেশে হোন্ডা কোম্পানি কয়েকটি উন্নত মানের মোটরসাইকেল আমার কথা ভাবছে। যেমন হোন্ডা হর্ণেট ২.০ ১৬৫ সিসি, হোন্ডা পিসি এক্স ১৫০, হোন্ডা এক্স এল ১৫০ এল। এছাড়া আরো কয়েকটি আপকামিং মোটরসাইকেল-
  • হোন্ডা এসপি ১২৫
  • হোন্ডা এক্স আর ১৫০ এল
  • হোন্ডা পিসিএক্স ১৬০
  • হোন্ডা সিবি ইউনিকর্ন ১৬
  • হোন্ডা এসপি ১৬০
  • হোন্ডা এক্স ব্লেড ২.০
  • হোন্ডা এক্স ব্লেড ১৬০,এফআই, বিএস ৬
  • হোন্ডা গ্রাজিয়া ১২৫
এই হলো হোন্ডা ব্র্যান্ডের আপকামিং মোটরসাইকেল। তো আপনারা জানতে পারলেন হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত।

শেষ কথা | হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ

প্রিয় পাঠক বন্ধুগণ, আমরা আমাদের আজকের আর্টিকেলে হোন্ডা মটরসাইকেল দাম ২০২৩ বাংলাদেশ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়ে খুব সহজভাবে বুঝতে পেরেছেন। পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জব আইডি ২৫৫৯১.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url