গর্ভবতী মায়ের আমল ও দোওয়া
আসসালামু আলাইকুম, পাঠক বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানাবো গর্ভবতী মায়ের আমল ও দোয়া সম্পর্কে। রাব্বি হাবলি মিনাস সলিহিন-আমাকে সৎ সন্তান দান করুন। একটা নারীর যখন গর্ভে সন্তান আসে তখন সে নারীর জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয় হয়ে ওঠে সেটা। আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের জানাবো গর্ভবতী মায়ের আমল ও দোওয়া সম্পর্কে।
প্রিয় পাঠক বন্ধু অভিনন্দন আপনাকে যেহেতু আপনি মা অথবা বাবা হতে চলেছেন। আপনারা যেহেতু নতুন বাবা-মা হতে চলেছেন সেহেতু আপনাদের মনে সম্ভবত অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদের আজকের আর্টিকেলটি প্রকাশ করার মাধ্যমে আমরা চেষ্টা করব গর্ভাবস্থায় মায়ের আমল ও দোওয়া আপনার সবচেয়ে প্রয়োজনীয় ও সহযোগী বলে মনে হবে।
সূচিপত্রঃ গর্ভবতী মায়ের আমল ও দোওয়া
- ভূমিকা
- গর্ভবতী মায়ের আমল
- গর্ভবতী মায়ের দোওয়া
- গর্ভবতী মায়েদের নামাজের নিয়ম
- গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবের আমল
- গর্ভবতী মায়েদের পুরস্কার
- শেষ কথা
ভূমিকাঃ
গর্ভবতী মায়েরা বাচ্চা প্রথম মাস থেকে সন্তান ভূপৃষ্ঠ হওয়া পর্যন্ত কষ্ট ভোগ করেন। আল্লাহতালা বলেন আমি মানুষকে তার পিতা-মাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে। এবং তার দুধ ছাড়ানোর বয়স হয় দুই বছরে তুমি শোকর আদায় করো আমার এবং তোমার পিতা-মাতার।
গর্ভকালীন নারীর যত্নে প্রতি পরিবারের সবাইকে সচেতন হতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এক্ষেত্রে একজন পুরুষকে বড় ভূমিকা পালন করতে হবে সন্তানের গঠন আকৃতি নিয়ে সমাজে অনেক প্রচলিত ভুল বিশ্বাস আছে এগুলো পালন থেকে নারীদের বিরত থাকা উচিত।
একজন নারীর যখন গর্ভে সন্তান আসে তখন সে নারীর জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয় হয় সেটা। গর্ভাবস্থায় কোন নারী যদি মারা যায় তবে সে শহীদি মর্যাদা লাভ করে। গর্ভাবস্থায় সুসংবাদটি বেশি মানুষকে জানানো উচিত নয়। অবশ্য ভূমিষ্ঠ হওয়ার পর সবাইকে জানাতে বাধা নেই রাসুল সাঃ বলেছেন কিছু খুশির সংবাদ গোপনে রাখতে হয়। কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না।
গর্ভবতী মায়ের আমলঃ
গর্ভবতী মায়েদের জন্য ইসলামে নির্ধারিত বিশেষ কোন আমল নেই। অন্য সময় যে আমলগুলো করে এ সময়ও সে আমলগুলোই প্রযোজ্য। তবে ইস্তেগফার ও দোয়া গর্ভবতী মায়েরা বেশি বেশি করে করবেন মায়ের আমলের প্রভাব সন্তানের ওপর পড়ে সুতরাং সন্তান লাভের জন্য এই দোয়াটি পাঠ করা যায়-" রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়্যাতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ্দুয়া"
অর্থঃ হে আমার পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।( সূরা আলে ইমরান, আয়াতঃ ৩৮ )
গর্ভবতী মায়ের দোওয়াঃ
আল্লাহর কৃতকর্তা আদায় করা গর্ভবতী নারীর দায়িত্ব। এর প্রভাব আগত বাচ্চার মধ্যেও প্রভাব ফেলে । সারা জীবন চেষ্টা করেও অনেক নারী নিঃসন্তান থাকেন তাই মাতৃত্তের উপলব্ধির পর থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকা গর্ভবতী নারীর জন্য একটি বরকতময় আমল। আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ কর অকৃতজ্ঞ হয়ো না। সূরা বাকারা ১৫২
বাচ্চা গর্ভে থাকলে সকলকে না জানানোর কারণ হলো হিংসা ও বদনজরের প্রভাব মানুষের ওপর পড়ে আর জিনিস সব শিশুটি আগত তাকে বদনজর থেকে হেফাজতে রাখা একজন মায়ের দায়িত্ব। তাই মায়ের জন্য উচিত গর্বের সংবাদ শুধু তাদেরই দেওয়া যারা তাতে খুশি হবে কোনরূপ খারাপ ধারণা পোষণ করবে না। পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে যাতে আল্লাহর এই কৃতজ্ঞতা আদায়ের প্রভাবিত হয়।
গর্ভবতী মাকে যেসব কাজগুলো এড়িয়ে চলতে হবে সেগুলো হল খারাপ অভ্যাস হিংসা-বিদ্বেষ অহংকার আত্মগরিমা ও মিথ্যা কথা বলা এসব কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া অনর্থক অপ্রয়োজনীয় কাজ করা সব সময় ইবাদতে জড়িয়ে থাকা এসব কাজে পেটে ধারণ করা অনাগত সন্তান অংশগ্রহণ করে আর আল্লাহর সামনে মায়ের প্রত্যেকটা আমলের সাক্ষী ও হিসেবে সে থাকে।
গর্ভবতী মায়েদের নামাজের নিয়মঃ
গর্ভবতী নারীরা সুস্থ নারীর মতো নামাজ পড়তে গেলে পেটে চাপ অনুভূত হয়। কারণ গর্ব অবস্থায় নারীর শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায় এজন্য গর্ভবতী অসুস্থ ব্যক্তির মত নামাজ আদায় করবে। দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয় তবে বসে ইশারায় নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে যেন বসে রুকু সিজদা আদায় করে নামাজ পড়বে যে ব্যক্তি বসে রূপসীজদা করবে সে রুকু থেকে সিজদায় সামান্য বেশি ঝুকবে। তা না হলে নামাজ শুদ্ধ হবে না। তিরমিজি হাদিস ৩৭৬
গর্ভবতী মায়েরা ঝুঁকে সিজদা করার সময় বালিশ বা টেবিলের উপর সিজদা করার কোন প্রয়োজন নেই।
গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবের আমলঃ
গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবের জন্য হাদিসে নির্ধারিত কোন আমলের কথা বর্ণিত হয়নি।এটা স্বাভাবিকভাবেই আল্লাহর প্রদও প্রচলিত একটি পদ্ধতি। সন্তান প্রসবের সময় কোন নারী ইন্তেকাল হলে শেষ শহীদ বলে গণ্য হয়। ওসামা ইবনে জায়েদ রাঃ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত ধরনের শহীদ আছে। যেমন-
- মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ
- পানিতে মৃত্যুবরণকারী শহীদ
- পেটের রোগের কারণে কলেরা ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী শহীদ
- পাক্ষা ঘাতে মৃত্যুবরণ কারী শহীদ।
- অগ্নি দপ্তর হয়ে মৃত্যুবরণ কারী শহীদ
- যে নারীর গর্ভাবস্থায় মারা যায় সেও শহীদ
- কোন কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ। আবু দাউদ হাদিস ৩১১১
গর্ভবতী মায়েদের পুরস্কারঃ
গর্ভবতী মায়েদের জন্য মহান আল্লাহতালা পুরস্কার রেখেছেন। কষ্টের কারণে সে অফুরন্ত ছোয়াব পাবে। রাসুল সাঃ এর নারী সাহাবী সালমা রাজার লোকে বলেছেন তোমাদের কেউ কি এতে খুশি সে যে এখন স্বামী কৃতজ্ঞ গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে। একজন গর্ভবতী মাতার কষ্টের কারণে সে অফুরন্ত সোয়াব পায়।
নারী সাহেবের সাল মারা গেলে ওকে বলেছেন তোমাদের কেউ কি এতে খুশি নয় সে যে এখন স্বামীকৃতজ্ঞ গর্ভবতী হয় এবং স্বামী তার ওপর খুশি থাকে। তখন এই গর্ভকালীন সে আল্লাহর পথে সর্বদা রোজা পালনকারী ও সারারাত নফল ইবাদতকারীর মত সোয়াব পাবে তারা যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন শীতলকারী তা আসমান জমিনের কোন অধিবাসী জানে না।
সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। সন্তান যদি কোন রাতে তার মাকে জাগিয়ে রাখে তাহলে সে আল্লাহর পথে নিখুত ৭০ টি গোলাম আজাদ করার সোয়াব পাবে।
শেষ কথাঃ গর্ভবতী মায়ের আমল ও দোওয়া
পরিশেষে আমি বলতে চাই যে, প্রতিটি গর্ভবতী মায়ের উচিত গুনাহ মুক্ত জীবন যাপন করা। মহান আল্লাহ সব নারীকে আমল করার তৌফিক দান করুন আমীন। প্রিয় পাঠক বন্ধুরা, গর্ভবতী মায়েরা ঘুমের পূর্বে অবশ্যই চারকোল তথা সূরা কাফিরুন সূরা ইখলাস ও সূরা হাত বুলিয়ে তিনবার করবেন এরপরে ঘুমাতে যাবেন।
আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি পড়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন তবে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং আমাদের আর্টিকেলের মাঝে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনার মহামূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যাতে করে আমরা সেই ভুলগুলো সংশোধন করতে পারি। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url