দোয়া কুনুত আরবী বাংলা উচ্চারণ এবং অর্থসহ বিস্তারিত

আরো পড়ুনঃ আল্লাহর ভালোবাসা লাভের উপায়

প্রিতিটি মুসলমানের (প্রাপ্ত বয়স্ক) উপর ৫ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, তেমনিভাবে বিতরের নামাজ অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব নামাজ। আর বিতরের নামা্জে দোয়া কুনুত পাঠ করা অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব।

নামাজের মধ্যে মহান আল্লাহর সঙ্গে নিজের চাহিদার কথা তুলে ধরার জন্য, গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দোয়া কুনুত। তবে, অনেকে আছেন যারা, এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন না, এমনকি অনেকে  আবার আরবী পড়তে পারেন না।

তবে, চিন্তার কিছু নেই, কারণ আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, "দোয়া কুনুত আরবী, বাংলা উচ্চারণ এবং অর্থ"। তাছাড়া, আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন, দোয়া কুনুত কখন পড়তে হয়, এর ফজিলত এবং মুখস্ত করার পদ্ধতি সম্পর্কে। তাহলে চলুন দেখি-

দোয়া কুনুত কি?

দোয়া কুনুত হলো অন্য সকল দোয়ার মতো গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সুরা পড়ার পর তাকবিরের পর পড়তে হয়। তাছাড়া, হানাফি মাজহাবের মতে বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব।

দোয়া কুনুত আরবী, বাংলা উচ্চারণ এবং অর্থসহ বিস্তারিত

অনেকে আছেন যারা দোয়া কুনুত সঠিক ভাবে মুখস্ত বলতে পারেন না। তাই, দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ মুখস্ত করার জন্য বই প্রয়োজন পড়ে। তবে, দোয়া কুনুত দেখে দেখে পড়া যেমন ফজিলতপূর্ণ, তেমনি এটি খুব সহজে দ্রুত মুখস্ত করা যায়, কিন্তু বইয়ের প্রয়োজন পড়ে।

তাছাড়াও, অনেকে আছেন যারা দোয়াটি সম্পর্কে জানার জন্য গুগলে খোজ করেন। তাই, আপনাদের সুবিধার জন্য নিম্নে দোয়া কুনুত আরবি, বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া হলো-

দোয়া কুনুত আরবী

  • اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ   
  • وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ
  • اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ

  • আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়ানু মিনুবিকা, ওয়া নাতাওয়াকালু আলাইকা, ওয়া নুছনি আলাইকাল খায়রা।
  • ওয়া নাকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখ লাউ ওয়া নারুকু মাইয়াফ জুরুকা।
  • আল্লাহুম্মা ইয়াকানা বুদু ওয়ালাকা নুছাল্লী, ওয়া ইলাইকা নাসআ ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফফারি মূলহিক।

দোয়া কুনুতের বাংলা অর্থ

  • হে আল্লাহ্‌! আমরা তোমারই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা কামনা করছি, তোমাকে বিশ্বাস এবং ভরসা রাখি তোমার উপর, কৃতজ্ঞতা স্বীকার করে তোমার ও অস্বীকার করিনা এবং যারা তোমার নাফরমানি করে আমরা তাদের পরিত্যাগ করি।
  • হে আল্লাহ্‌! আমরা কেবলমাত্র তোমারই ইবাদত ও দাসত্ব করি, নামাজ পড়ি তোমার জন্য এবং তোমার নিকট সিজদায় অবনত হই।
  • আমরা আশা পোষণ করি তোমার রহমতের উপর এবং ভয় করি তোমার আজাবের উপর, আর তোমার আজাব অবশ্যই কাফেরদের জন্য ন্যস্ত।

নমাজে কখন দোয়া কুনুত পড়তে হয়?

প্রতিদিন এশার নামাজে বিতরের নামাজের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে বা পরে দুই হাত তুলে বা হাত বেধে দোয়াটি পাঠ করতে হয়। মহানবী (সাঃ) বিতরের নামাজের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে বা রুকু থেকে উঠার পর দুই হাত তুলে দোয়া কুনুত পাঠ করতেন।

তবে, সাধারণত বর্তমানে আমরা রুকুতে যাওয়ার আগে এই দোয়া পাঠ করে থাকি। অনেক ইসলামি রাস্ট্রে দুই হাত তুলে মুনাজাতের ভঙ্গিতে পাঠ করা হলেও, বাংলাদেশের অধিকাংশ মুসল্লিরা হাত বেধে দোয়া কুনুত পাঠ করেন। আল্লাহর রাসুল (সাঃ) বিতরের নামাজে মাঝে মাঝে দোয়া কুনুত পাঠ করতেন।

আরো পড়ুনঃ শাবান মাসের ফজিলত ও আমল

গভীর রাতে মহানবী হজরত মুহাম্মাদ (সাঃ) তাহাজ্জুদের নামাজ আদায়ের করার পর বিতরের নামাজ আদায় করতেন। তখন সুযোগ সুবিধা অনুজায়ী ১/৩/৫/৭/৯/১১ রাকাত পর্যন্ত বিতরের নামাজ আদায় করতেন। আর বিতরের সালাতের শেষ রাকাতে দোয়া কুনুত পড়তেন।

নামাজের মধ্যে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বিভিন্ন দোয়া করার নামান্তর হলো দোয়া কুনুত। বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। অনেক ফজিলতপূর্ণ আমল ও বিতরের সালাতে মহানবী হজরত মুহাম্মাদ (সাঃ) এটি পড়তেন।

কিন্তু আমাদের মধ্যে অনেকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি সঠিকভাবে পড়তে পারেন না। এই বিসয়ে হাদিস শরীফে এসছে, যদি কোন ব্যক্তি দোয়া কুনুত না জানেন, তাহলে সে জেন যত দ্রুত সম্ভব দোয়াটি শিখে নেয়। এই জন্য দোয়া কুনুত জানা জরুরি।

তবে, যদি কোন ব্যক্তি দোয়া কুনুত পড়তে না পারেন বা মুখস্ত না জানেন, তাহলে দোয়া সম্পর্কিত অন্য যে কোন একটি দোয়া পড়লেই ওয়াজিব আদায় হয়ে যাবে।

দোয়া কুনুত পড়ার ফজিলত

অত্যান্ত ফজিলতপূর্ণ একটি আমল হলো দোয়া কুনুত। প্রত্যেক মুসল্লিকেই বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে হয়। এই দোয়াটি বিতরের নামাজে পাঠ করলে ওয়াজিব পালণের সওয়াব পাওয়া যায়। পাশাপাশি এর আরো কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। যেমন-

  • মহান আল্লাহ্‌ তায়ালা নামাজের মাঝে পাঠ করা দোয়া কবুল করেন।
  • এই দোয়ার মাধ্যমে আমরা নামাজের মাঝে মহান আল্লাহর কাছে দোয়া চাইতে পারি।
  • মুসলমানের উপর যখন কোন বিপদ আসতো মহানবী (সাঃ) এই দোয়াটি পাঠ করতেন।
  • দোয়া কুনুত নির্ধারিত বা সীমাবদ্ধ কোন দোয়া নয়, তাই এর মাধ্যমে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করা যায়।
  • বান্দা যখন মন থেকে আল্লাহকে ভালোবেসে দোয়াটি পাঠ করেন, দয়ালু মহান আল্লাহ্‌ ্তায়ালা তখন তা খুব সহজেই কবুল করে নেন।
তাই বিতরের নামাজে দোয়া কুনুত বুঝে এবং অর্থসহ পড়া অত্যান্ত ফজিলতপূর্ণ।

দোয়া কুনুত সহজে মুখস্ত করার নিয়ম

আমাদের বাংলাদেশের প্রায় ৯০ ভাগের অধিক মুসলমান হলেও, অনেকেই ইসলাম সম্পর্কে উদাসীন। আমাদের মধ্যে অনেকেই এই দোয়াটি পড়তে পারেন না বা শিখতে পারছেন না। আবার অনেকে আছেন যারা অনেক চেস্টা করেও মুখস্ত করতে পারেছেন না।

তবে, যদি আপনার মাঝে ইসলামিক ভালোবাসা জাগ্রত থাকে, আর যদি একাগ্রতার সঙ্গে চেস্টা করেন তাহলে দোয়াটি মুখাস্ত করা সম্ভব। আর এই ক্ষেত্রে নিচের নিয়মগুলো অনুসরণ করা যেতে পারে। যেমন-

  • আল্লাহর সন্তুষ্টির জন্য একাগ্র চিনতে চেস্টা করুন।
  • একসঙ্গে পুরো দোয়া মুখস্ত করতে না পারলে, এটিকে তিন ভাগে ভাগ করে নিন।
  • প্রথমবার দোয়াটির প্রথম অংশ মুখস্ত করুন।
  • দ্বিতীয় অংশ মুখস্ত হলে প্রথমটির সঙ্গে মিলিয়ে পড়ুন এবং তৃতীয় অংশ মুখস্ত হলে পুরোটি মিলিয়ে পড়ুন।
  • অনবরত পড়ার পরেও যদি মুখস্ত না হয়, তাহলে কিছুটা বিরতি দিয়ে পুনরায় চেষ্টা করুন।
  • দোয়াটি আরবীতে না পড়তে পারলে বাংলা উচ্চারণ এবং অর্থসহ পড়ুন।
  • দোয়া কুনুত বা অন্য যে কোন দোয়া বা সূরা মুখস্ত করার জন্য মহান আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করুন।
  • বারংবার পড়ার পাশাপাশি প্রতিদিন বিতরের নামাজে পড়ার চেষ্টা করুন। এতে আশাকরি খুব দ্রুতই আপনি মুখস্ত করতে পারবেন।

দোয়া কুনুতের পড়ার গুরুত্ব- শেষকথা

দোয়া কুনুত অত্যান্ত গুরুত্বপূর্ণ, ফজিলত পূর্ণ এবং ওয়াজিব একট আমল। তাই, দোয়া কুনুতের গুরুত্ব ও ফজিলতের কথা আমাদের সকলের অনুধাবন করা উচিত এবং সকলের এই দোয়াটি সঠিক উচ্চারণ এবং অর্থসহ মুখস্ত বা জানা অপরিহার্য।

আরো পড়ুনঃ গর্ভবতী মায়ের আমল ও দোওয়া 

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি, "দোয়া কুনুত আরবী, বাংলা উচ্চারণ এবং অর্থসহ বিস্তারিত তথ্য" আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যা আপনাদের অনেক উপকারে আসবে। আল্লাহ্‌ পাক আমাদের সকলকে দোয়া কুনুতের আমল করার তওফিক দান করুন, আমীন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url