ফেসবুক পেজ মনিটাইজেশন নতুন নিয়ম ২০২৫
আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকামের সহজ উপায় ২০২৫
ফেসবুক পেজ ২০২৫ সালে মনিটাইজেশনের নতুন নিয়মাবলী আরো সহজ ও লাভজনক করেছে কনটেন্ট নির্মাতাদের জন্য। নতুন ফিচার যুক্ত হয়েছে, ইন-স্ট্রিম অ্যাডস, রিলস মনিটাজেশন, ফ্যান সাবস্ক্রিপশন এবং এআই অ্যানালিটিক্সে।
পেআউট কমিয়ে নুন্যতম $৫০ করা হয়েছে, যা সুযোগ দিবে দ্রুত আয় সংগ্রহের। তবে, কপিরাইট আইন মেনেচলা, কমিউনিটি গাইট লাইন অনুসরণ এবং মৌলিক কনপ্টেন্ট তৈরি বাধ্যতা মূলক। তাছাড়া, মেনে চলতে হবে বাংলাদেশের কর নীতিমালা।
তবে, বর্তমানে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষ ফেসবুক পেজ মনিটাইজেশন করে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আর আপনি চাইলে নিম্নের নিয়ম অনুসরণ করে, পেজ মনিটাইজেশন করে আয় করে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
ফেসবুক পেজ মনিটাইজেশন নতুন নিয়ম ২০২৫
ফেসবুক পেজ মনিটাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার সাহায্যে পেজ মালিকেরা তাদের কনটেন্ট এর মাধ্যমে আয় করতে পারেন। তবে, ফেসবুক নিয়মিতভাবে তাদের মনিটাইজেশন নীতিমালা আপডেট করে।
যাতে কনটেন্ট নির্মাতারা সর্বাধিক অভিজ্ঞতা পান এবং বজায় থাকে প্লাটফর্মের মান। আর কনটেন্ট নির্মাতারা ফেসবুকের নিয়মিত আপডেট অনুসরণ করে সর্বোচ্চ আয়ের সুবিধা নিতে পারেন। ফেসবুক পেজ মিনিটাইজেশন নতুন নিয়ম ২০২৫ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। চলুন দেখি-
ফেসবুক পেজ মনিটাইজেশন যোগ্যতার মানদণ্ড
আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন সুবিধা পাওয়ার জন্য পেজগুলিকে বেশ কিছু মান্দণ্ড পূরণ করতে হয়। তাছাড়া, ২০২৫ সালে যোগ্যতার মানদণ্ডের কিছু পরিবর্তন এসেছে। ফেসবুক পেজ মনিটাইজেশন যোগ্যতার মানদণ্ড নিম্নে দেখে নেই-
- ফলোয়ার সংখ্যা- ২০২৫ সালের নিয়ম অনুযায়ী পেজে ফলোয়ার সংখ্যা কমপক্ষে ১০,০০০ থাকতে হবে।
- ভিডিও ভিউ- সর্বশেষ ৬০ দিনে সর্বনিম্ন ৩ মিনিট দৈর্ঘের ভিডিওতে কমপক্ষে ৩০,০০০ মিনিট ভিউ থাকতে হবে।
- কনটেন্টের মান- কনটেন্ট অবশ্যই ফেসবুকের মনিউনিটি স্ট্যান্ডার্ডস এবং মেনে চলতে হবে মনিটাইজেশন পলিসি।
ফেসবুক পেজ মনিটাইজেশন পদ্ধতি সমূহ
২০২৫ সালে পেসবুক পেজের মাধ্যমে আয়ের জন্য নতুন কিছু পদ্ধতি যুক্ত করা হয়েছে, যেমন এআই অ্যানালিটিক্স এবং রিলস মনিটাইজেশন। এর সঙ্গে ইন- স্ট্রিম অ্যাডস, ফ্যান সাবস্ক্রিপশন এবং ব্র্যান্ডেড কনটেন্ট উন্নত করা হয়েছে। যেমন-
** পেইড অনলাইন ইভেন্টস- লাইফ ইভেন্ট বা ওয়ার্কশপের জন্য ফি নেওয়া যায় দর্শকদের থেকে। নতুন এই নিয়মে ফিউচার এবং ইভেন্টের বয়সসীমে নতুন সুবিধা যুক্ত হয়েছে।
** ইন স্ট্রিম অ্যাডস- ভিডিও কনটেন্টের এর মাঝে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়। আর নতুন নিয়ম অনুযায়ী ১ মিনিট বা এর চেয়ে বেশি দৈর্ঘ্যের ভিডিওতেও ইনস্ট্রিম অ্যাডস দেখানো যাবে।
** ফ্যান সাবস্ক্রিপশন- মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে পেজের ফলোয়াররা বিশেষ সুবিধা পেতে পারেন। ২০২৫ সালে সাবস্ক্রিপশন ফি-এর সুযোগ বৃদ্ধি করা হয়েছে, যারফলে পেজ মালিকেরা মূল্য নির্ধারণ করতে পারেন।
**ব্র্যান্ডেড অনটেন্ট- বর্তমান নিয়মে ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করে তৈরি করা যায় স্পন্সরড কনটেন্ট। ব্র্যান্ডেড কনটেন্টের নিয়ম ২০২৫ সালে অনেক সহজ হয়েছে, যার ফলে কনটেন্ট নির্মাতারা অনেকটা সবাধীনভাবে কাজ করতে পারে।
পেমেন্ট পদ্ধতি ও নূন্যতম পেআউট
২০২৫ সালে ফেসবুক পেজ মনিটাইজেশন এর থেকে আয়ের টাকা উত্তোলনের ক্ষেত্রে নুন্যতম পেআউট নির্ধারণ করেছে ৫০ ডলার। আর পেমেন্টের জন্য PayPal, Payoneer এবং ব্যাংক ট্রান্সফারের সুযোগ রয়েছে। নিম্নে এই সম্পর্কে আরো দেখুন-
** নুন্যতম পেআউট- পেআউট নুন্যতম থ্রেশহোল্ড $১০০ এর পরিবর্তে $৫০ করা হয়েছে। যাতে কনটেন্ট নির্মাতারা যত দ্রুত সম্ভব তাদের আয়ের টাকা সংগ্রহ করতে পারেন।
** পেমেন্ট মেথড- ব্যাংক ট্রান্সফার, পেপাল এবং মোবাইল মানিসহ ব্যবহার করা যায় বিভিন্ন পেমেন্ট মেথড। তবে, ২০২৫ সালে আরো কিছু নতুন পেমেন্ট মেথড জুক্ত করেছে, যা বিভিন্ন দেশের জন্য উপযোগী।
ফেসবুক পেজ মনিটাইজেশন পলিসি
ফসবুক মিনিটাইজেশনের নতুন নীতিতে, মেনে চলতে হবে কপি রাইট আইন, কমিউনিটি গাইটলাইন অনুসরন, মৌলিক কনন্টেন্ট তৈরি এবং বাধ্যতামূলক করা হয়েছে এনগেজমেন্ট বজায় রাখাকে। এমনকি মনিটাইজেশন বাতিল হতে পারে এই নীতিমালা লংঘন করলে।
আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
** এনগেজমেন্ট বেটিং- অনেকে কৃত্রিমভাবে এনগেজমেন্ট বাড়ানোর চেস্টা করেন, যেমন প্লিকবেট শিরোনাম বা মিথ্যা তথ্য প্রদান নিষিদ্ধ।
** অরিজিনাল কনড়েন্ট- অবশ্যই মৌলিক কন্টেন্ট হতে হবে। পুনঃপ্রকাশিত কনটেন্ট বা কপিরাইট লংঘন মনিটাইজেশনের যোগ্য নয়।
** কমিউনিটি স্ট্যান্ডার্ডস- অবশ্যই মেনে চলতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস, যা হেট স্পিচ, মিসইনফরমেশন এবং ভায়োলেন্স প্রতিরোধ করে।
মনিটাইজেশন স্ট্যাটাস ও আপিল প্রক্রিয়া
ফেসবুক পেজ মনিটাইজেশন স্ট্যাটাস চেক করা ২০২৫ সালে আরো অনেক সহজ হয়েছে। আর এটি Meta Business Suit এ গিয়ে মনিটাইজেশন স্ট্যাটাস দেখা যাবে। আবার আপিল প্রক্রিয়াও অনেক সহজ করা হয়েছে, যেখানে সরাসরি আবেদন করা যাবে নির্দিষ্ট কারণ দেখিয়ে। নিম্নে আরো দেখুন-
** আপিল প্রক্রিয়া- মনিটাইজেশন স্ট্যাটাস যদি বাতিল হয় বা সীমাবদ্ধ হয়, তাহলে আপিল করার জন্য সহজ ও প্রবর্তন করা হয়েছে দ্রুত প্রক্রিয়া।
** মনিটাইজেশন স্ট্যাটাস- ফেসবুক পেজের মনিটাইজেশন স্ট্যাটাস খুব সহজে চেক করার জন্য Professional Dashboard বা Creator Studio ব্যবহার করা যায়।
আঞ্চলিক নীতিমালা
আপনি যদি ফেসবুক পেজ বাংলাদেশ থেকে মনিটাইজেশন করতে চান, তাহলে আপনাকে মেনে চলতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এর নীতিমালা। অনলাইন রিটার্ন সংযুক্ত হতে পারে আয়ের হিসাবের সঙ্গে। যা বাধ্যতামূলক BDT ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার।
- ভাষা- মনিটাইজেশনের যোগ্য বাংলা ভাষার কনটেন্ট, তবে বজায় রাখতে হবে ভাষার মান এবং স্পষ্টতা।
- স্থানীয় আইন- কনটেন্ট তৈরি করতে হবে বাংলাদেশের আইন মেনে, বিশেষ করে সতর্ক থাকতে হবে ধর্মীয় এবং সামাজিক সংবেদনশীল বিষয়ের প্রতি।
নতুন ফিচার এবং সুবিধা
২০২৫ সালে যুক্ত হয়েছে ফেসবুক পেজ মনিটাইজেশনে নতুন ফিচার, যেমন- এআই অ্যানালিটিক্স, রিলস মনিটাইজেশন এবং মাল্টিপল অ্যাড ফরমেট। এরফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ অনেক বৃদ্ধি এবং সুবিধা দেবে উন্নত বিশ্লেষণে।
** রিলস মনিটাইজেশন- বর্তমানে (Reela) শর্ট ভিড়িও ইন স্ট্রিম অ্যাডস ও আয় করা যায় ব্র্যান্ডেড কনটেন্টের মাধ্যমে।
** মাল্টিপল অ্যাড ফরমেট- বর্তমানে কনটেন্ট নির্মাতারা ইমেজ, ভিডিও, ক্যারোসেল এবং লাইভ ভিডিওতে যুক্ত করতে পারেন বিভিন্ন ধরণের বজ্ঞাপন।
** এআই অ্যানালিটিক্স- নতুন আপডেট কন্টেন্টের পারফরমেন্স বিশ্লেষণ করতে এআই চালিত বিশ্লেষণ টুলস যুক্ত হয়েছে, যা নির্মাতাদের সাহায্য করবে কনটেন্ট উন্নত করতে।
ফেসবুক পেজ থেকে আয়ের নিয়ম- শেষকথা
২০২৫ সালে ফেসবুক পেজ মনিটাইজেশনের নতুন নিয়মাবলী কনটেন্ট নির্মাতাদের জন্য সৃষ্টি করেছে নতুন সুযোগ। কারণ, আগের চেয়ে মনিটাইজেশন নীতিমালা বর্তমানে সহজ করার পাশাপাশি নতুন ফিসার যুক্ত হওয়ার মাধ্যমে আরো বিস্তৃত হয়েছে আয়ের পথ।
তবে, ফেসবুক থেকে সফলভাবে আয় করতে চাইলে কঠোরভাবে মেনে চলতে হবে ফেসবুক মনিটাইজেশন নীতিমালা এবং কমিউনিটি গাইটলাইন। নতুন কনটেন্ট নিয়মিত তৈরি ও এনগেজমেন্ট বাড়ানোর মাধ্যমে সর্বাধিক সুবিধা পাওয়া সম্ভব পেজ মনটাইজেশন থেকে।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা জেনে গেছেন, "ফেসবুক পেজ মনিটাইজেশন নতুন নিয়ম ২০২৫'' সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যা পনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে যারা ফেজ মনিটাইজেশন করতে চান তাদের ক্ষেত্রে।
আরো পড়ুনঃ অনলাইন ইনকাম সাইট ২০২৪
আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভূলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url