ঢাকা টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ || সৈয়দপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আরো পড়ুনঃ ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনারা যারা ঢাকা টু সৈয়দপুর এবং সৈয়দপুর টু ঢাকা ট্রেনে করে ভ্রমন করতে চান, কিন্তু এই পথে চলাচলকারী ট্রেন সম্পর্কে সঠিক তথ্য জানেন না, তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ।
কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, "ঢাকা টু সৈয়দপুর এবং সৈয়দপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫" সম্পর্কে আপডেট এবং বিস্তারিত সকল তথ্য। তাই, আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ুন।
ঢাকা টু সৈয়দপুর ও সৈয়দপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
পাঠক পাঠিকাগণ আপনাদের মধ্যে অনেকে আছেন, যারা ঢাকা টু সৈয়দপুর বা সৈয়দপুর টু ঢাকা ট্রেনে করে ভ্রমণ করতে চাছেন, কিন্তু এই পথে চলাচলকারী ট্রেনের সম্পর্কে সঠিক তথ্য জানেন না, তাই গুগলে সার্চ করে জানতে চাচ্ছেন।
তাহলে, আপনি সঠিক স্থানেই এসেছেন। আর ট্রেনে ভ্রমণের জন্য ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে যানা অত্যান্ত জরুরী। তবে, চিন্তার কিছু নেই, কারণ আজকের আর্টিকেলটি একটু সময় করে পড়লেই, জেনে যাবেন, এই পথে চলাচলকারী ট্রেন সম্পর্কে আপডেট তথ্য।
কারণ, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই পথে চলাচলকারী ট্রেনের নাম, নম্বার, সাপ্তাহিক ছুটির দিন, ছেড়ে যাওয়ার ও পৌছার সময় এবং ভাড়া ২০২৫ সহ যাত্রা পথে কোন ট্রেন কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় সেই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। চলুন তাহলে দেখে নেই-
ঢাকা টু সৈয়দপুর ও সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের নাম
বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে ঢাকার পথে নিয়মিতভাবে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। নিম্নে টেবিলের মাধ্যমে ট্রেন দুটির নাম, নম্বার এবং সাপ্তাহিক বন্ধের দিন দেখানো হলো। চলুন দেখি তাহলে দেখে নেই-
ঢাকা টু সৈয়দপুর
ও সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের নাম |
|||
ক্রঃনং |
ট্রেনের নাম |
নম্বর |
সাপ্তাহিক বন্ধ |
০১ |
চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর |
৮০৫/৮০৬ |
শনিবার |
০২ |
নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর |
৭৬৫/৭৬৬ |
সোমবার |
ঢাকা টু সৈয়দপুর ও সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের সময়সূচী
আপনারা অনেকে আছেন যারা, ঢাকা টু সৈয়দপুর বা সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের সময়সূচী যানতে চান। তাদের সুবিধার জন্য আমরা এই পথে চলাচলকারী ট্রেন ছেড়ে যাওয়ার সময় ও গন্তব্যে পৌছার সময় নিম্নে টেবিলের মাধ্যমে তুলে ধরলাম।
ঢাকা টু সৈয়দপুর ও সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের সময়সূচী |
|||||
ট্রেনের নাম |
সাপ্তাহিক বন্ধ |
ঢাকা টু সৈয়দপুর |
সৈয়দপুর টু ঢাকা |
||
ছাড়ার সময় |
পৌছার সময় |
ছাড়ার সময় |
পৌছার সময় |
||
চিলাহাটি এক্সপ্রেস |
শনিবার |
বিকাল- ৫.০০ |
রাত- ১.৩৭ |
সকাল- ৬.৫৯ |
দুপুর- ২.৫৯ |
নীলসাগর এক্সপ্রেস |
সোমবার |
সকাল- ৬.৪৫ |
দুপুর- ২.৪২ |
রাত- ৮.৫৯ |
সকাল- ৫.৩০ |
চিলাহাটি এক্সপ্রেস ঢাকা টু সৈয়দপুর চলাচলকারী ট্রেনের সময়সূচী
চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (শনিবার ব্যতিত) নিয়মিতভাবে বিকাল ০৫ঃ০০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ১২টি স্টেশনে সামান্য যাত্রা বিরতি দিয়ে ৮ ঘন্টা ৩৭ মিনিট পর, রাত ১ঃ৩৭ মিনিটে সৈয়দপুর স্টেশনে পৌছায়। ট্রেনটির যাত্রা পথের বিরতির স্থান নিম্নে দেওয়া হলো-
- বিমানবন্দর।
- জয়দেবপুর।
- বঙ্গবন্ধু সেতু পূর্ব।
- মুলাডুলি।
- নাটোর।
- আহসানগঞ্জ।
- সান্তাহার।
- আক্কেলপুর।
- জয়পুরহাট।
- বিরামপুর।
- ফুলবাড়ী।
- পার্বতীপুর।
নীলসাগর এক্সপ্রেস ঢাকা টু সৈয়দপুর চলাচলকারী ট্রেনের সময়সূচী
নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (সোমবার ব্যতিত) নিয়মিতভাবে সকাল ৬ঃ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ১১টি স্টেশনে সামান্য যাত্রা বিরতি দিয়ে ৭ ঘন্টা ৫৭ মিনিট পর, দুপুর ২ঃ৪২ মিনিটে সৈয়দপুর স্টেশনে পৌছায়। ট্রেনটির যাত্রা পথের বিরতির স্থান নিম্নে দেওয়া হলো-
আরো পড়ুনঃ ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়ার ২০২৫
- বিমানবন্দর।
- জয়দেবপুর।
- ইব্রাহীমাবাদ
- মুলাডুলি।
- নাটোর।
- আহসানগঞ্জ।
- সান্তাহার।
- আক্কেলপুর।
- জয়পুরহাট।
- ফুলবাড়ী।
- পার্বতীপুর।
চিলাহাটি এক্সপ্রেস সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের সময়সূচী
চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (শনিবার ব্যতিত) নিয়মিতভাবে সকাল ৬ঃ৫৯ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ১২টি স্টেশনে সামান্য যাত্রা বিরতি দিয়ে ৭ ঘন্টা ৫১ মিনিট পর, দুপুর ২ঃ৫০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌছায়। ট্রেনটির যাত্রা পথের বিরতির স্থান নিম্নে দেওয়া হলো-
- পার্বতীপুর।
- ফুলবাড়ী।
- বিরামপুর।
- জয়পুরহাট।
- আক্কেলপুর।
- সান্তাহার।
- আহসানগঞ্জ।
- নাটোর।
- মুলাডুলি।
- বঙ্গবন্ধু সেতু পূর্ব।
- জয়দেবপুর।
- বিমানবন্দর।
নীলসাগর এক্সপ্রেস সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের সময়সূচী
নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন (সোমবার ব্যতিত) নিয়মিতভাবে রাত ৮ঃ৫৯ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝপথে ১১টি স্টেশনে সামান্য যাত্রা বিরতি দিয়ে ৮ ঘন্টা ৩০ মিনিট পর, সকাল ৫ঃ৩০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌছায়। ট্রেনটির যাত্রা পথের বিরতির স্থান নিম্নে দেওয়া হলো-
- পার্বতীপুর।
- ফুলবাড়ী।
- জয়পুরহাট।
- আক্কেলপুর।
- সান্তাহার।
- আহসানগঞ্জ।
- নাটোর।
- মুলাডুলি।
- ইব্রাহীমাবাদ।
- জয়দেবপুর।
- বিমানবন্দর।
ঢাকা টু সৈয়দপুর ও সৈয়দপুর টু ঢাকা চলাচলকারী ট্রেনের ভাড়া
ঢাকা থেকে সৈয়দপুর রেল পথের দূরত্ব প্রায় ৩২৭ কিলোমিটার। আর এই পথে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আর যেহেতু দুটি ট্রেনই আন্তঃনগর সে কারণে, ভাড়া প্রায় একই। নিম্নে আসনভেদে ট্রেন দুটির ভাড়া টেবিলের মাধ্যমে দেওয়া হলো-
ঢাকা টু সৈয়দপুর
চলাচলকারী ট্রেনের ভাড়া |
||
ক্রঃনং |
আসনের নাম |
ভাড়া |
০১ |
শোভন চেয়ার |
৫৬০ টাকা |
০২ |
স্নিগ্ধ্যা |
১০৭০ টাকা |
০৩ |
এসি সিট |
১২৮৩ টাকা |
০৪ |
এসি বার্থ |
১৯২১ টাকা |
ঢাকা টু সৈয়দপুর ও সৈয়দপুর টু ঢাকা ট্রেনের তথ্য- শেষকথা
বর্তমানে ট্রেন ভ্রমণ বাংলাদেশের সবচেয়ে জন্যপ্রিয় ভ্রমণ। কেননা ট্রেনে যাতায়াত করতে নেই কোন জ্যামে আটকে ঘন্টার পর দাঁড়িয়ে অপেক্ষার সমস্যা, তাছাড়া ট্রেনে অন্য যে কোন বাহানের তুলনা ভাড়া অনেক কম, আরামদায়ক এবং তুলনামূলকভাবে অনেক নিরাপদ।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আর্টিকেলটি মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জেনে গেছেন, "ঢাকা টু সৈয়দপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ || সৈয়দপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫" সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য।
আরো পড়ুনঃ ঢাকা থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
যা, আমরা আর্টিকেলে ইতিপূর্বেই আলোচনা করেছে। আর্টিকেলটি যদি, আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয় তাহলে, এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url