ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়ার ২০২৫

আরো পড়ুনঃ ঢাকা থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

ঢাকা থেকে জয়পুরহাটগামী আন্ত"নগর ট্রেনের সময়সূচী এবং ভাড়া। হ্যাঁ পাঠক পাঠিকাগণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢাকা থেকে জয়পুরহাটগামী ট্রেনের সময়সূচী ও ভাড়ার ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য।

আর আপনি যদি এই পথে চলাচলকারী ট্রেনের সম্পর্কে জানতে চান, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছে। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই, আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ুন।

ঢাকা থেকে জয়পুরহাটগামী ট্রেনের সময়সূচী ও ভাড়ার ২০২৫

পাঠক পাঠিকাগণ, আপনারা অনেকে আছেন জারা নিয়মিতভাবে ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনে করে যাতায়াত করেন, আবার অনেকে আছেন যারা নতুন কিংবা মাঝে মাঝে ট্রেনে চেপে ঢাকা থেকে জয়পুরহাট যাতায়াত করেন বা করতে চাচ্ছেন।

তাদের জন্য এই পথে চলাচলকারি ট্রেনের নাম, সময়সূচী এবং ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকাটাই স্বাভাবিক, তাছাড়া বিভিন্ন কারণে ট্রেনের সময়সূচী এবং ভাড়া পরিবর্তন হয়ে থাকে। আর ট্রেনে যাতায়াত করার জন্য সময়সূচী জানাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

তবে, চিন্তার কোন কারণ নেই, আপনি যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে আশাকরি ঢাকা থেকে জয়পুহাট ট্রেন ভ্রমণে আপনার কোন সমস্যা হবে না। তাহলে চলুন আমরা দেখে নেই ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে-

ঢাকা থাকে জয়পুরহাট চলচলকারী ট্রেনের নাম

বর্তমানে ঢাকা (যদিও জয়পুরহাট কোন ট্রেনের শেষ স্টেপজ নিয়, কিন্তু জয়পুরহাটের উপর দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে) থেকে জয়পুরহা্টের উদ্দেশ্যে প্রতিদিন ০৬ টি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে। নিম্নে এই সকল ট্রেনের নাম, নম্বার এবং সাপ্তাহিক বন্ধের দিন টেবিলে দেখুন-

ঢাকা থেকে জয়পুরহাট চলাচলকারি ট্রেনের নাম, নম্বার এবং বন্ধের দিন

ক্রঃনং

ট্রেনের নাম

নম্বার

সাপ্তাহিক বন্ধের দিন

নীলসাগর এক্সপ্রেস

৭৬৫

সোমবার

একতা এক্সপ্রেস

৭০৫

নাই

চিলাহাটি এক্সপ্রেস

৮০৫

শনিবার

দ্রুতযান এক্সপ্রেস

৭৫৭

নাই

কুড়িগ্রাম এক্সপ্রেস

৭৯৫

বুধবার

পঞ্চগড় এক্সপ্রেস

৭৯৩

নাই

ঢাকা থেকে জয়পুরহাটগামী ট্রেনের সময়সূচী ২০২৫

ঢাকা বাংলাদেশের রাজধানী অপরদিকে জয়পুরহাট উত্তর বঙ্গের অন্যতম অন্যতম জেলা শহর। আর এইদুটি স্থানের মধ্যে যাতায়াতের জন্য প্রায় সকল মাধ্যমই চালু থাকলেও, বেশিরভাগ মানুষ এই পথে চলাচল করার জন্য বেচে নেই রেল পথকেই।

কারণ, ট্রেন অন্য যে কোন বাহনের চেয়ে অনেকটাই আরাম দায়ক, খরচ সাশ্রয়ী এবং তুলনামূলকভাবে অনেকটাই নিরাপদ। তাই বর্তমানে ট্রেন ভ্রমন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর ট্রেনে সময়সূচী সম্পর্কে জানতে চান। আপনাদের সুবিধার জন্য নিম্নে টেবিলের মাধ্যমে ট্রেনের সময়সূচী দেওয়া হল-

ঢাকা থেকে জয়পুরহাট চলাচলকারি ট্রেনের নাম, নম্বার এবং বন্ধের দিন

ক্রঃনং

ট্রেনের নাম

নম্বার

বন্ধের দিন

ছেড়ে যায়

পৌছায়

নীলসাগর এক্সপ্রেস

৭৬৫

সোমবার

সকাল- ০৬.৪৫

দুপুর- ০১.১১

একতা এক্সপ্রেস

৭০৫

নাই

সকাল- ১০.১৫

বিকাল-০৪.৪৯

চিলাহাটি এক্সপ্রেস

৮০৫

শনিবার

বিকাল- ০৫.০০

রাত- ১১.৪১

দ্রুতযান এক্সপ্রেস

৭৫৭

নাই

রাত- ০৮.০০

রাত- ০২.০৬

কুড়িগ্রাম এক্সপ্রেস

৭৯৭

বুধবার

রাত- ০৮.৪৫

রাত- ০২.৫২

পঞ্চগড় এক্সপ্রেস

৭৯৩

নাই

রাত- ১১.`৩০

ভোর- ০৫.১৬

নীনসাগর এক্সপ্রেস ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের সময়সূচী

নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে (সোমবার ব্যতিত) সপ্তাহে দিন ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে সকাল .৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৮টি ষ্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৬ ঘন্টা ২৬ মিনিট পর দুপুর ০১.১১ মিনিটে জয়পুরহাট ষ্টেশনে পৌছায়। 

নিম্নে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্টেশনের নাম দেওয়া হলো-

  • ঢাকা বিমানবন্দর।
  • জয়দেবপুর।
  • ইব্রাহীমাবাদ।
  • মূলাডুলি।
  • নাটোর।
  • আহসানগঞ্জ।
  • সান্তাহার।
  • আক্কেলপুর।

একতা এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে (সাপ্তাহিক বন্ধনেই) সপ্তাহে দিন ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে সকাল ১০.১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৯টি ষ্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৬ ঘন্টা ৩৪ মিনিট পর দুপুর ০৪.৪৯ মিনিটে জয়পুরহাট ষ্টেশনে পৌছায়।

আরো পড়ুনঃ ঢাকা টুরাজশাহী এবং রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

নিম্নে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্টেশনের নাম দেওয়া হলো-

  • ঢাকা বিমানবন্দর।
  • জয়দেবপুর।
  • টাঙ্গাইল।
  • বঙ্গবন্ধু সেতুপূর্ব
  • শহীদ এম মনসুর আলী।
  • উল্লাপাড়া।
  • ঈশ্বরদী
  • নাটোর।
  • সান্তাহার।
  • আক্কেলপুর।

চিলাহাটি এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী

চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে (শনীবার ব্যতীত) সপ্তাহে দিন ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে বিকাল ০৫.০০ মিনিটে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৫টি ষ্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৬ ঘন্টা ৪১ মিনিট পর রাত ১১.৪১ মিনিটে জয়পুরহাট ষ্টেশনে পৌছায়। 

নিম্নে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্টেশনের নাম দেওয়া হলো-

  • ঢাকা বিমানবন্দর।
  • জয়দেবপুর।।
  • ঈশ্বরদী
  • নাটোর।
  • সান্তাহার

দ্রুতযান এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী

দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে (প্রতিদিন) সপ্তাহে দিন ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে রাত ০৮.০০ মিনিটে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০১১ টি ষ্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৬ ঘন্টা ০৬ মিনিট পর রাত ০২.০৬ মিনিটে জয়পুরহাট ষ্টেশনে পৌছায়। 

নিম্নে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্টেশনের নাম দেওয়া হলো-

  • ঢাকা বিমানবন্দর।
  • জয়দেবপুর।
  • টাঙ্গাইল।
  • বঙ্গবন্ধু সেতপূর্ব।
  • জামতৈল।
  • চাট্মোহর।
  • ঈশ্বরদী।
  • নাটোর।
  • আহসানগঞ্জ
  • সান্তাহার।
  • আক্কেলপুর

কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী

কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে (বুধবার ব্যতিত) সপ্তাহে ০৬দিন ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে রাত ০৮.৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং মাঝপথে ০৪টি ষ্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৬ ঘন্টা ০৭ মিনিট পর রাত ০২.৫২ মিনিটে জয়পুরহাট ষ্টেশনে পৌছায়। 

নিম্নে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্টেশনের নাম দেওয়া হলো-

  • ঢাকা বিমানবন্দর।
  • নাটোর।
  • মাধনগর।
  • সান্তাহার।

পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী

পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি নিয়মিতভাবে (প্রতিদিন) সপ্তাহে ০৭দিন ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে রাত ১১.৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং মাঝপথে ১০টি ষ্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৫ ঘন্টা ৪৬ মিনিট পর সকাল ০৫.১৬ মিনিটে জয়পুরহাট ষ্টেশনে পৌছায়। 

নিম্নে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্টেশনের নাম দেওয়া হলো-

  • ঢাকা বিমানবন্দর।
  • জয়দেবপুর।
  • টাঙ্গাইল।
  • বঙ্গবন্ধু সেতুপূর্ব।
  • শহীদ এম মনসুর আলী।
  • উল্লাপাড়া।
  • বড়াল ব্রীজ।
  • আজিমনগর।
  • নাটোর।
  • সান্তাহার।

ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের ভাড়া ২০২৫

ঢাকা থেকে জয়পুরহাট রেল পথের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। ট্রেনে যাতায়াতের জন্য আসনভেদে ভাড়া বিভিন্ন ধরণের হয়ে থাকে। এই পথে ট্রেনের ভাড়া আসনভেদে নিম্নে  আলোচনা করা হলো। চলুন তাহলে আমরা দেখে নেই

ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়া ২০২৫

ক্রঃনং

আসনের নাম

ভ্যাটসহভাড়া

০১

শোভন চেয়ার

৪৬৫ টাকা

০২

প্রথম বার্থ

৭৭৫ টাকা

০৩

স্নিগ্ধা

৮৯২ টাকা

০৪

এসি সাধারণ

১০৭০ টাকা

০৫

এসি বার্থ

১২৩৭ টাকা

ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের তথ্য- শেষকথা

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনারা যদি আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা যেনে গেছেন, "ঢাকা থেকে সান্তাহারগামী ট্রেনের সময়সূচী ও ভাড়ার ২০২৫" সম্পর্কে অনেক তথ্য।

আরো পড়ুনঃ ঢাকা থেকে সিলেট ও সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

যা আমরা ইতিপূর্বেই আর্টিকেলে আলোচনা করেছি। আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url