ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আরো পড়ুনঃ ঢাকা থেকে জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়ার ২০২৫
আপনি কি ঢাকা থেকে রংপুর কিংবা রংপুর থেকে ঢাকা ট্রেন যোগে ভ্রমণ করতে চান? আপনি কি এই পথে চলাচলকারী ট্রেনের নাম, সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।
কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম, সময়সূচী এবং ভাড়া ২০২৫ সম্পর্কে আপডেটতিকে। চলুন তাহলে আমরা দেখে নেই-
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা বাংলাদেশের রাজধানী এবং রংপুর বাংলাদেশের উত্তর বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগীয় শহর। আর এই দুটি শহরের মধ্যে যোগাযোগের জন্য যদিও, রেলপথ, সড়কপথ এবং আকাশপথ উভয় পথই রয়েছে।
তবে, বেশির ভাগ মানুষ বা যাত্রী যাতায়াতের জন্য বেচে নেন রেলপথকে। কারণ, এই পথে চলাচলের জন্য অন্য যে কোন পথের তুলনায় খরচ সাশ্রয়ী, আরামদায়ক এবং তুলনামূলকভাবে অনেক নিরাপদ। তাই, দেশের সবচেয়ে প্রাচীন এই মাধ্যম সকলের কাছেই প্রিয়।
কিন্তু, ট্রেনে যাতায়াতের জন্য প্রয়োজন পড়ে, ট্রেনের সঠিক তথ্য সম্পর্কে জানা। তাই, অনেকেই গুগলে সার্চ করেন, এই পথে চলাচলকারী ট্রেনের তথ্য জানার জন্য। আর আপনিও যদি এই সকল তথ্য জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
তাহলে আমরা আশাকরি, আপনার এই পথে ট্রেনে ভ্রমণের কোন সমস্যা হবে না। কারণ, আমরা আপনাদের সুবিধার জন্য শেয়ার করতে যাচ্ছি, এই পথে চলাচলকারী ট্রেনের নাম, চলাচলের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য।
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের নাম
বর্তমানে ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকার পথে দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে। যদিও দুটি ট্রেনের যাতায়াতের পথ ভিন্য (একটি বগুড়া হয়ে এবং অপরটি জয়পুরহাট হয়ে)। নিম্নে ট্রেন দুটির নাম, নম্বার এবং সাপ্তাহিক বন্ধের দিন টেবিলে দেখুন-
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম |
|||
ক্রঃনং |
ট্রেনের
নাম |
নম্বর |
সাপ্তাহিক
বন্ধ |
০১ |
রংপুর
এক্সপ্রেস আন্তঃনগর |
৭৭১/৭৭২ |
সোমবার |
০২ |
কুড়িগ্রাম
এক্সপ্রেস আন্তঃনগর |
৭৯৭/৭৯৮ |
বুধবার |
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
আপনারা অনেকে আছেন যারা ট্রেনে করে এই পথে ভ্রমন করতে চান, কিন্তু ট্রেনের সঠিক তথ্য জানা না থাকার জন্য চিন্তা করছেন। কিন্তু, চিন্তার কোন কারণ নেই, কারণ, আপনাদের সুবিধার জন্য নিম্নে টেবিলের মাধ্যমে সময়সূচী তুলে ধরা হলো। চলুন দেখি-
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা চলচলকারী ট্রেনের সময়সূচী |
|||||
ট্রেনের নাম |
সাপ্তাহিক বন্ধ |
ঢাকা থেকে রংপুর |
রংপুর থেকে ঢাকা |
||
ছাড়ার
সময় |
পৌছার
সময় |
ছাড়ার
সময় |
পৌছার
সময় |
||
রংপুর
এক্সপ্রেস |
সোমবার |
সকাল-
৯.১০ |
সন্ধা-
৭.১০ |
রাত-
৮.১০ |
সকাল-
৬.১০ |
কুড়িগ্রাম
এক্সপ্রেস |
বুধবার |
রাত-
৮.৪৫ |
ভোর-
৪.৫৫ |
সকাল-
৭.৫০ |
সন্ধ্যা-
৬.১৫ |
রংপুর এক্সপ্রেস ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী
রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা কমলা স্টেশন থেকে সকাল ৯.১০ মিনিটে যাত্রা শুরু করে সান্তাহার, বগুড়া হয়ে ১৩টি স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ১০ ঘন্টা পর, সন্ধ্যা ৭.১০ মিনিটে রংপুর স্টেশনে পৌছায়। নিম্নে দেখুন রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান-
- ঢাকা বিমানবন্দর।
- ইব্রাহিমাবাদ।
- চাটমহর।
- নাটোর।
- সান্তাহার।
- তালোড়া।
- বগুড়া।
- সোনাতলা।
- বোনারপাড়া।
- গাইবান্ধা।
- বামনডাঙ্গা।
- পীরগাছা।
- কাউনিয়া।
কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী
কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা কমলা স্টেশন থেকে রাত- ৮.৪৫ মিনিটে যাত্রা শুরু করে সান্তাহার, জয়পুরহাট হয়ে ০৭টি স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ০৮ ঘন্টা ১০ মিনিট পর, ভোর ৪.৫৫ মিনিটে রংপুর স্টেশনে পৌছায়। নিম্নে দেখুন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান-
- ঢাকা বিমানবন্দর।
- নাটোর।
- মাধনগর।
- সান্তাহার।
- জয়পুরহাট।
- পার্বতীপুর।
- বদরগঞ্জ।
রংপুর এক্সপ্রেস রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রংপুর স্টেশন থেকে রাত- ৮.১০ মিনিটে যাত্রা শুরু করে বগুড়া, সান্তাহার হয়ে ১৩টি স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ১০ ঘন্টা পর সকাল ৬.১০ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌছায়। নিম্নে দেখুন রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান-
- কাউনিয়া।
- পীরগাছা।
- বামনডাঙ্গা।
- গাইবান্ধা।
- বোনারপাড়া।
- সোনাতলা।
- বগুড়া।
- তালোড়া।
- সান্তাহার।
- নাটোর।
- চাটমহর।
- ইব্রাহিমাবাদ।
- ঢাকা বিমানবন্দর।
কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী
কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রংপুর স্টেশন থেকে সকাল- ৭.৫০ মিনিটে যাত্রা শুরু করে জয়পুরহাট, সান্তাহার হয়ে ০৭টি স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে, ১০ ঘন্টা ২৫ মিনিট পর, সন্ধ্যা- ৬.১৫ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌছায়। নিম্নে দেখুন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান-
- বদরগঞ্জ।
- পার্বতীপুর।
- জয়পুরহাট।
- সান্তাহার।
- মাধনগর।
- নাটোর।
- ঢাকা বিমানবন্দর।
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫
যদিও, এই পথে চলাচলকারী ট্রেন দুটিই আন্তঃনগর এবং গন্তব্য স্থান একই। কিন্তু, দুটি ট্রেনের চলাচলের পথ ভিন্ন হওয়ার কারণে ভাড়ার খেত্রেও, কিছুটা পার্থক্য রয়েছে। নিম্নে টেবিলের মাধ্যমে ট্রেন দুটির ভাড়া আলোচনা করা হলো-
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫ |
|||
ক্রঃনং |
আসনের
নাম |
রংপুর
এক্সপ্রেস |
কুড়িগ্রাম
এক্সপ্রেস |
০১ |
শোভন |
৬৩৫
টাকা |
৪৭০
টাকা |
০২ |
স্নিগ্ধ্যা |
৯৬৬
টাকা |
৯০৩
টাকা |
০৩ |
এসি
বার্থ |
১৪৫৫
টাকা |
১০৮১
টাকা |
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে বেশিরভাগ মানুষ, আর লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে চায় না। কারণ, এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ট্রেনের টিকিট সংগ্রহ করা যায়। আর অনলাইনে ট্রেনের টিকিট কাটতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- রেলওয়ে সেবা অ্যাপ বা ওয়েবসাইটে (eticket.railway.gov.bd) প্রবেশ করুন।
- লগইন করুন বা নতুন একাউন্ট খুলুন।
- এবার নির্বাচন করুন আপনার গন্তব্য স্থান, তারিখ এবং ট্রেনের নাম।
- সিট ক্যাটাগরি বা আসনের ধরণ বেচে নিন।
- আপনার বা ভ্রমণকারী যাত্রীর তথ্য দিন।
- পেমেন্ট করুন, মোবাইল ব্যাংকিং, কার্ড বা অনলাইন ব্যাংকের মাধ্যমে।
- এখন আপনি ই- মেইল বা এসএমএস এ কনফার্মেশন পাবেন।
- ভ্রমণের আগে আপনার টিকিট মোবাইলে বা প্রিন্ট করে সংরক্ষণ করুন।
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা ট্রেনের তথ্য- শেষকথা
ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা পথে ট্রেনের ভ্রমণ অনেক নিরাপদ, আরামদায়ক এবং খরচ সাশ্রায়ী। তাছাড়া, রংপুর এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রীদের সুবিধার জন্য নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত চলাচল করে।
আর অনলাইনে eticket.railway.gov.bd এর মাধ্যমে সহজেই টিকিট কাটা যায়, যা সময় এবং ভোগান্তি কমায়। তাছাড়া, আপনার যদি ট্রেনের সঠিক সময়সূচী এবং ভাড়া সম্পর্কে যানা থাকে, তাহলে আপনার যাত্রা হবে আনন্দদায়ক। নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য আদর্শ মাধ্যম রেলপথ।
আরো পড়ুনঃ ঢাকা টুরাজশাহী এবং রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
প্রিয় পাঠক পাঠিকাগণ, আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারী বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url