ত্বক ভালো রাখতে ফলের খোসার ১০ ফেস প্যাক

আরো পড়ুনঃ শীতে সব সময় ত্বক তাজা রাখবে যে তেল

কোমল, মসৃণ এবং হাস্যউজ্জল ত্বক সকলের কাম্য। তাইতো, সৌন্দর্য সচেতন রমণীরা যুগের  পর যুগের ব্যবহার করে আসছে, বিভিন্ন প্রাকৃতিক ও হাতের কাছে পাওয়া ঘরোয়া উপাদান। তাছাড়া, প্রাকৃতিক উপাদানের কথা আসলেই সবার আগে আমাদের মাথায় আসে ফলের খোসার কথা।

কারণ, ফলের খোসায় রয়েছে, বিভিন্ন ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট এবং নানান পুষ্টি উপাদান, যা ত্বকের জন্য অত্যান্ত উপকারি। আর আজকে আমরা আলোচনা করবো, ত্বক ভালো রাখতে ফলের খোসার ১০ ফেস প্যাক তৈরি এবং ব্যবহার সম্পর্কে। চলুন দেখি- 

ত্বকের উজ্জলতা বাড়াতে কমলার খোসার ফেস প্যাক

কমলার খোসায় পাওয়া যায়, ভিটামিন "সি", প্রাকৃতিক এসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের উজ্জলতা বাড়াতে বেশ কার্যকর। কমলার খোসা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করার মাধ্যেম ব্রণ কমাতে সাহায্য করে।

এই ফেস প্যাক তৈরি করতে, প্রথমে কমলার খোসা শুকিয়ে গুড়ো করুন এবং ১ টেবিল চামচ কমলার খোসার গুড়োর সঙ্গে ১ টেবিল চামচ দই এবং সামান্য পরিমাণে মধু মিশিয়ে ফেস প্যাক বা পেস্ট বানিয়ে নিন।

এবার আপনার বানানো প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জল ও দাগমুক্ত। তাছাড়া, শুস্ক ত্বকের ক্ষেত্রে মধুর পরিমণ বাড়িয়ে ব্যবহার করলে ত্বক থাকবে হাইড্রেট।

ত্বকের দাগ কমাতে লেবুর খোসার ফেস প্যাক

লেবুর খোসায় রয়েছে, ভিটামিন "সি" এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের দাগ কমিয়ে ত্বককে উজ্জল করতে সাহায্য করে। এই প্যাকটি তৈরি করতে প্রথমে লেবুর খোসা শুকিয়ে গুড়ো করে নিন। এবার ১ চামচ লেবুর খোসার গুড়োর সঙ্গে ২ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।

এবার আপনার বানানো প্যাক মুখের ত্বকে লাগিয়ে শুকানো জন্য ১৫ মিনিটের মত রেখে স্বাভাবিক পানি দিয়ে পরিস্কার করুন। এই প্যাকটি বিশেষভাবে কার্যকর, ত্বকের ময়লা পরিস্কার, তেল নিয়ন্ত্রণ এবং ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে।

তবে, আপনার ত্বক যদি শুস্ক হয়, তাহলে দইয়ের পরিবর্তে কাচা দুধ ব্যবহার করা যেতে পারে। ত্বক মসৃণ এবং উজ্জলতা বাড়াতে এই প্যাকটি সপ্তাহে ২বার ব্যবহার করুন। কিন্তু অতিরিক্ত শুস্ক ত্বকে এটি ব্যবহার করলে ময়েশ্চারাইজার লাগানো উচিত।

ত্বক মসৃণ ও উজ্জল করতে কলার খোসার ফেস প্যক

ত্বকের যত্নে কলার খোসা অত্যান্ত উপকারী একটি উপাদান। কারণ, কলার খোসায় রয়েছে, ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়াম, যা ত্বককে করে মসৃণ এবং হাস্যউজ্জল। এরজন্য কলার খোসা ব্লেন্ড করে এর সঙ্গে ১ চামচ করে মধু এবং ওটমিল মিশিয়ে প্যাক তৈরি করুন। 

এখন আপনার বানানো প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে শুকানো জন্য ১৫ বা মিনিটের মত রেখে স্বাভাবিক পানি দিয়ে পরিস্কার করুন। এইভাবে নিয়মিত ত্বকে ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ ও হাস্যউজ্জল।

তাছাড়াও, কলার খোসার ভেতরের অংশ মুখের ত্বকে ঘষলে ব্রণ এবং দাগ কমে যায়। আবার এটি নিয়মিত ব্যবহারে দূর হয় ত্বকের রুখতা এবং বাড়বে প্রাকৃতিক উজ্জলতা। বিশেষ করে শুস্ক ও সংবেদনশীল ত্বকের জন্য এটি একটি ভালো প্রাকৃতিক সমাধান।

ত্বকের কালচে দাগ দূর করতে পেঁপের খোসার ফেস প্যক 

ত্বকের কালচে দাগ দূর করতে অত্যান্ত উপকারি একটি প্রাকৃতিক উপাদান পেঁপের খোসা। কারণ, এতে পাওয়া যায় ভিটামিন "এ", অ্যান্টি অক্সিড়েন্ট এবং এনজাইম, যা ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বক করে তোলে উজ্জল এবং মসৃণ।

এই ফেস প্যাকটি তৈরি করতে পরিমাণ মত পেঁপের খোসা বেটে এর সঙ্গে মধু এবং দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এখন তৈরি করা প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে দিয়ে ধুয়ে ফেললে ভালো ফলাফল পাওয়া যায়।

এটি প্রাকৃতিক ও কেমিক্যালমুক্ত হওয়ায়, সব ধরণের ত্বকের জন্যই নিরাপদ। এটি ত্বকের শুস্কতা দূর করে এবং ত্বক প্রাকৃতিক উপায়ে ময়েশ্চারাইজ করে। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব, ব্রণ এবং দাগ দূর হয়। তাছাড়া, বয়সের ছাপ প্রতিরোধ এবং ত্বক টান টান রাখতে সাহায্য করে।

হাস্যউজ্জল ত্বকের জন্য আপেলের খোসার ফেস প্যাক

আপেলের খোসায় পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন "সি", অ্যান্টি অক্সডেন্ট এবং প্রাকৃতিক এসিড, যা ত্বক হাস্যউজ্জল এবং মসৃণ করতে অত্যান্ত সাহায্যকারী একটি প্রাকৃতিক উপাদন। তাছাড়া, এই প্যাকটি শুস্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য খুবই উপকারী।

এই ফেস প্যাকটি তৈরী করার জন্য প্রথমে আপেলের খোসা বেটে নিন এবং এর সঙ্গে পরিমাণমত বা ১ চামচ করে মধু ও  দই মিশিয়ে পেস্ট বা প্যাক তৈরী করুন। এখন আপনার বানানো প্যাক মুখের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বককে হাইড্রেট রাখার পাশাপাশি ত্বকের মরা চামড়া দূর এবং ত্বককে টানটান করতে সাহায্য করবে। তাছাড়াও, এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জলতা বাড়ে এবং দূর হয় ত্বকের কালচে দাগ।

ত্বক হাইড্রেট রাখতে তরমুজের খোসার ফেস প্যাক

ত্বককে হাইড্রেট রাখতে তরমুজের খোসার ফেস প্যাক দারুণভাবে কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। কারণ, তরমুজের খোসায় পাওয়া যায়, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন "এ" এবং সি", যা ত্বকের জন্য দারুণভাবে উপকারি।

আরো পড়ুনঃ প্রতিদিন খালি পেটে খেজুর খেলে কি হয় 

এই প্যাকটি তৈরী করার জন্য পরিমাণমত তরমুজের খোসা ব্লেন্ড করে, এর সঙ্গে এক চামচ করে মধু এবং দই মিশিয়ে তৈরি করুন। এখন, আপনার তৈরি প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পর পানি দিয়ে দুয়ে ফেলুন।

এই প্যাকটি ত্বক কোমল, উজ্জল এবং নিয়ন্ত্রণ করে অতিরিক্ত তেল। বিশেষ করে, গরমের সময় ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তাছাড়া, এটি ত্বক হাইড্রেট রাখে, রোদে পোড়া দাগ কমায় এবং দূর করে ত্বকের শুস্কতাকে।

স্বাস্থ্যকর ত্বক পেতে আঙ্গুরের খোসার ফেস প্যাক

আঙ্গুরের খোসার রয়েছে, ভিটামিন "সি", অ্যান্টি অক্সিডেন্ট এবং রেসভেরাট্রল, যা ত্বক উজ্জল এবং স্বাস্থ্যকর রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ফেস প্যাক তৈরী এবং ব্যবহার করতে, প্রথমে আঙ্গুরের খোসা ভালোকরে ধুয়ে নিন।

এখন পরিমাণমত আঙ্গুরের খোসার সঙ্গে ১ টেবিল চামচ করে মধু এবং দই মিশিয়ে প্যাকটি তৈরি করুন। এবার আপনার বানানো প্যাকটি মুখের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে পরিস্কার করুন।

এই প্যাকটি ত্বকের ময়লা দূর করে, ত্বকের উজ্জলতা বাড়ায়, ব্রুণ কমায় এবং ত্বক টানটান করতে সাহায্য করে। তাছাড়া, এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে দাগহীন এবং মসৃণ। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানটি নিরাপদ একটি সমাধান।

ত্বক উজ্জল ও নরম রাখতে আনারসের খোসার ফেস প্যাক

ত্বকের যত্নে আনারসের খোসা অত্যান্ত কার্যকরী একটি প্রাকৃতিক উলাদান। কারণ, আনারসের খোসায় পাওয়া যায়, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন "সি" এবং প্রাকৃতিক এনজাইম, যা ত্বকের মৃত কোষকে দূর করে, ত্বককে করে উজ্জল ও নরম।

এই প্যাকটি তৈরী করার জন্য প্রথমে, পরিমাণমত আনারসের খোসা ভালো করে শুকিয়ে গুড়ো করে নিন এবং এর সঙ্গে মধু বা দই মিশিয়ে নিন। এখন বানানো প্যাক মুখের ত্বকে লাগিয়ে ১৫ মিনিটের মত রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাকটি ত্বকের ময়লা দূর করতে এবং পোড়া দাগ কমাতে সাহায্য করে। এটি ত্বকে নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে পরিস্কার ও সজীব। তবে, ত্বকে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো, যাতে ত্বক সংবেদনশীল না হয়ে পড়ে।

ত্বক সজীব করতে আমের খোসার ফেস প্যাক

আমার খোসা একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বকের জন্য অত্যান্ত উপাকারী। কারণ, আমের খোসাতে পাওয়া যায় ভিটামিন "এ, সি", এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বককে করে তোলে সজীব এবং হাস্যউজ্জল।

এই ফেস প্যাকটি তৈরী করার জন্য প্রথমে আমের খোসা শুকিয়ে ভালো করে গুড়ো করে নিতে হবে। এবার পরিমাণ মত আমের খোসার গুড়োর সঙ্গে ১ টেবিল চামচ করে দই এবং মধু মিশিয়ে তৈরী করুন আমের খোসার ফেস প্যাক।

এখন, প্যাকটি মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের মরা কোষ দূর করে, নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং ত্বক রাখে সতেজ ও মসৃণ। প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক স্বাস্থ্যকর ও উজ্জল হয়ে উঠে।

ত্বকের গ্লো বারাতে স্ট্রবেরির খোসার ফেস প্যাক

স্ট্রবেরির খোসায় পাওয়া যায়, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন "সি" এবং বিভিন্ন পুষ্টি উপদান, যা ত্বকের জন্য খুবই উপকারী। এই ফেস প্যাকটি তৈরী করতে, প্রথমে স্ট্রবেরির খোসা পরিস্কার করে নিন। এখন পরিমাণ মত স্টবেরীর খোসার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এবার আপনার তৈরি পেস্ট মুখের ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ঠান্ডা পানির দিয়ে পরিস্কার করে নিন। এটি ব্যবহার ত্বককে করবে উজ্জল ও মসৃণ এবং সাহায্য করবে ব্রণ ও দাগ দূর করতে ও হাইড্রেট করে ত্বক। ত্বকে গ্লো প্রাকৃতিকভাবে বাড়াতে এটি নিয়মিত ব্যবহার করুন।

ত্বকের যত্নে ফলের খোসার ফেস প্যাক- শেষকথা

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে, বিভিন্ন দেশীয় ফলের খোসার তৈরী ফেস প্যাকগুলো খুবই কার্যকরী। তাছাড়া, এই ফেস প্যাকগুলো ব্যবহারে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ঘরে বসে সহজেই তৈরী করা যায়। এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে ত্বক হবে স্বাস্থ্যকর এবং হাস্যউজ্জল।

প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, "ত্বক ভালো রাখতে ফলের খোসার ১০ ফেস প্যাক" সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। যা, আপনাদের অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী।

আরো পড়ুনঃ শীতে ত্বকের ব্রণ দূর করার সহজ উপায়

আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারী বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url