প্রচন্ড গরমে ত্বক ভালো রাখতে ঘরোয়া ফেস প্যাক
আরো পড়ুনঃ ত্বক ভালো রাখতে ফলের খোসার ১০ ফেস প্যাক
ভ্যাপসা বা অতিরিক্ত গরমে ত্বকে দেখা দেয় বিভিন্ন ধরণের সমস্যা, যেমন ত্বকে ঘাম, অতিরিক্ত তল, ব্রণ, মেছতা, র্যাশ ইত্যাদি। তাই, এই সকল সমস্যা থেকে ত্বককে সুরক্ষা এবং সুন্দর রাখতে ব্যবহার করা যেতে পারে প্রাক্রিতিক উপাদান, যা ত্বককে শীতল, সজিব ও সুস্থ রাখবে।
ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সঠিক ফেস প্যাক ব্যবহার করার মাধ্যমে, সহজেই গরমের প্রভাব থেকে আপনি ত্বককে রক্ষা করতে পারবেন। আজকের আর্টিকেলে "প্রচন্ড গরমে ত্বক ভালো রাখতে ঘরোয়া ১০ ফেস প্যাক" সম্পর্কে আলোচনা করবো। যা প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে সাহায্য করবে।
ভ্যাপসা গরমে ত্বক ভালো রাখতে ঘরোয়া ১০ ফেস প্যাক
প্রচন্ড গরমে তবক সুস্থ রাখার জন্য অবশ্যই সচেতন হতে হবে। বাড়তি খেয়াল রাখতে হবে ত্বকের সুস্থতার জন্য, তাছাড়া ত্বক হয়ে যেতে পারে নিস্প্রাণ। গরমে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানির পাশাপাশি তরল খাবার। এরফলে আপনার ত্বকের কোষও থাকবে সতেজ।
ঘামের সঙ্গে ত্বক থেকে বেরিয়ে যাওয়া পানি যেমন পূরণ করতে হবে, তেমনিভাবে ঘামে চিট চিটে হয়ে যাওয়া ত্বকও পরিস্কার করতে হবে সঠিক সময়ে। আর এই সকল সমস্যা সমাধানে নিয়মিত ব্যবহার করুন, ত্বকের ধরণ অনুযায়ী ঘরোয়া ফেস প্যাক। নিম্নে দেখে নেই ফেস প্যাক সম্পর্কে-
গোলাপ জল ও মধুর ফেসপ্যাক
ত্বকের যত্নে গোলাপ জল চমৎকার একটি টোনার হিসাবে কাজ করে, যা ত্বককে রাখে ঠান্ডা এবং সাহায্য করে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে। আর মধু ত্বককে আর্দ্র রাখে প্রাকৃতিক উপায়ে এবং ত্বককে পরিস্কার রাখে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ।
আর গোলাপ জল ও মধুর ফেসপ্যাকটি প্রচন্ড গরমে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে প্রচুর সাহায্য করে। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
গোলাপ জল ও মধু ১ চা চামচ করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মেশানো প্যাক মুখে মাখুন এবং ২০ মিনিটের মত রাখার পর সাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে সতেজ এবং মসৃণ।
ডাবের পানি ও সেন্টাল পাউডারের ফেস প্যাক
ত্বক আর্দ্র রাখার ক্ষেত্রে ডাবের পানি খুবই কার্যকর, অপরদিকে সেন্টাল পাউডার ত্বককে প্রদান করে শীতলতা। এই ফেস প্যাকটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, সাহায্য করে ত্বক নরম ও মসৃণ রাখতে। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
ডাবের পানি ও সেন্টাল পাউডার ২ চা চামচ করে নিয়ে একটি প্যাক তৈরি করুন এবং ত্বকে ১৫ লাগিয়ে রাখুন। এরপর পরিস্কার করে ফেলুন। এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক শীতল রাখার পাশাপাশি ত্বকের তেল ও ময়লা দূর করবে।
অ্যালোভেরা ও লেবুর ফেসপ্যাক
ত্বক ভালো রাখতে অ্যালোভেরার জুড়ি মেলাভার এবং এটি ত্বক পুড়ে যাওয়া ও ত্বকের রাশ দূর করতে সাহায্য করে। অপরদিকে লেবু ত্বকের দাগ ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। এই উপাদান দু'টি গরমে ত্বক সজীব ও তাজা রাখে। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
অ্যালোভেরার জেল ও লেবুর রস ১ চা চামচ করে নিয়ে একটি প্যাক তৈরি করুন এবং ত্বকে ১৫/২০ লাগিয়ে রাখুন। এরপর পরিস্কার করে ফেলুন। এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক শীতল রাখার পাশাপাশি ত্বকের তেল ও ময়লা দূর করবে।
পেঁপে ও মধুর ফেস প্যাক
ত্বকের মৃত কোষ দূর করতে কার্যকর ভূমিকা পালন করে পেঁপে ও অন্যদিকে ত্বক আর্দ্র ও মসৃণ করে মধু। গরমের সময় পেঁপে ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করলে, ত্বক সতেজ ও পুলকিত হয়। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
পেঁপে পিউরি ও মধু ১ চা চামচ করে নিয়ে একটি প্যাক তৈরি করুন এবং ত্বকে ২০ লাগিয়ে হালকা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি ত্বক থাকবে মসৃণ।
বেসন, হলুদ ও দুধের ফেস প্যাক
ত্বকের এক্সফোলিয়েটর হিসাবে বেসন বেশ কার্যকর এবং প্রাকৃতিক এন্ট্রিসেপটিক হিসাবে কাজ করে হলুদ এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। অপরদিকে দুধ ত্বকে যোগ করে আর্দ্রতা। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
আরো পড়ুনঃ শীতে সব সময় ত্বক তাজা রাখবে যে তেল
বেসন, হলুদ এবং দুধ ১ টেবিল চামচ করে মিশিয়ে একটি প্যাক তৈরী করুন। এখন বানানো প্যাকটি ত্বকে লাগিয়ে শুকানোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করে, পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক ত্বকের উজ্জলতা বৃদ্ধির পাশাপাশি ত্বক থাকবে মসৃণ।
কাচা দুধ ও শসার ফেস প্যাক
কাচা দুধ ত্বকের নমনীয়তা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে এবং অপরদিকে শসা ত্বকের আর্দ্রতা যোগ করতে সাহায্য করে। এই দু'টি উপকরণে তৈরী প্যাক প্রচন্ড গরমে ত্বকের র্যাশ ও তেল কমাতে সাহায্য করে। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
কাচা দুধ এবং শসা ১ টেবিল চামচ করে মিশিয়ে একটি প্যাক তৈরী করুন। এখন বানানো প্যাকটি ত্বকে লাগিয়ে শুকানোর জন্য ১৫/২০ মিনিট অপেক্ষা করে, পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
টমেটো ও দইয়ের ফেস প্যাক
ত্বকের অতিরিক্ত তেল এবং ব্ল্যাকহেডস দূর করতে টমেটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দই কাজ করে প্রাকৃতিক ব্লিচের মতো এবং ত্বকের কোমলতা বজায় রাখতে সাহায্য করে। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
মাঝারী আকারের পাকা টমেটো ১টি এবং দই ২ টেবিল চামচ এক সঙ্গে ভালোকরে মিশিয়ে একটি মিশ্রণ বা প্যাক বানিয়ে নিন এবং বানানো প্যাকটি ত্বকে লাগিয়ে শুকানোর জন্য ১৫/২০ মিনিট অপেক্ষা করে, পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক হবে সজিব ও হাস্যউজ্জল।
আলুর রস ও মধুর ফেস প্যাক
আলুর রস ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বকের মেছতা দূর করতে সাহায্য করে। অপরদিকে ত্বকের আর্দ্রতা ও মসৃণতা ধরে রাখে মধু। এই প্যাকটি প্রচন্ড গরমে নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে সুরক্ষিত এবং ভালো থকবে ত্বকের স্বাস্থ্য। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
আলুর রস এবং মধু ১ টেবিল চামচ করে নিয়ে ভালোকরে মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করুন। এখন আপনার তৈরী মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বক হবে হাস্যউজ্জল।
সেন্সি পাউডার ও গোলাপ জলের ফেস প্যাক
ত্বক শীতল রাখতে সেন্সি পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাহায্য করে ত্বকের তেল নিয়ন্ত্রণে। আর গোলাপ জল ত্বকের শুদ্ধতা এবং সতেজতা ফিরিয়ে আনে। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বক হবে উজ্জল। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
সেন্সি পাউডার ১ টেবিল চামচ এবং গোলাপ জল ২ টেবিল চামচ এক সঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরী করুন। এবার এটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক শীতল থাকার পাশাপাশি ফিরিয়ে আসবে ত্বকের সতেজতা।
লেবু, মধু ও সেন্টাল পাউডারের ফেস প্যাক
ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে লেবু এবং ত্বককে আদ্র রাখতে সাহায্য করে মধু। অন্যদিকে ত্বককে শীতল রাখতে এবং ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করতে সাহায্য করে সেন্টাল পাউডার। নিম্নে এই ফেস প্যাকটি তৈরির উপকরণ, প্রস্তুত প্রণালী এবং ব্যবহার সম্পর্কে দেখুন-
লেবুর রস, মধু এবং সেন্টাল পাউডার এই তিনটি উপকরণ, ১ টেবিল চামচ করে মিশিয়ে নিন এবং একটি মিশ্রণ বা প্যাক তৈরী করুন। এবার প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫/২০ রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে সজিব ও ঠান্ডা।
গরমে ত্বকের যত্নে ১০ ফেস প্যাক- শেষকথা
গরমে ত্বকের যত্নে প্রাকৃতিক উপায়ে তৈরী প্যাকগুলো অত্যান্ত কার্যকর। আপনার ত্বকের যে কোন ধরণের সমস্যা, যেমন- ত্বকের জ্বালা, ত্বক শুস্ক, অতিরিক্ত তেল, ব্রণ বা মেছতা এগুলো দূর করতে উপরের আলোচিত ১০ ফেস প্যাক ব্যবহার করতে পারেন, কারণ এগুলো অত্যান্ত কার্যকর।
প্রাকৃতিক উপাদানের ঘরোয়াভাবে তৈরি ফেস প্যাকগুলী কেবলমাত্র, ত্বক সুরক্ষিত রাখে না বরং উন্নত করে ত্বকের স্বাস্থ্যকেও। তাই, আমাদের সকলের উচিত, বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া তৈরী ফেস প্যাক ব্যবহার করা।
প্রিয় পাঠক পাঠিকাগণ, আমরা আশাকরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, "প্রচন্ড গরমে ত্বক ভালো রাখতে ঘরোয়া ১০ ফেস প্যাক" সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যেগুলো ব্যবহারে অনেক উপকার হবে বলে আমর আশাবাদী।
আরো পড়ুনঃ প্রতিদিন খালি পেটে খেজুর খেলে কি হয়
আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url