ত্বকের যত্নে কাঁচা হলুদের ১০ ঘরোয়া ফেস প্যাক- রূপচর্চায় কাঁচা হলুদের উপকারিতা
আরো পড়ুনঃ প্রচন্ড গরমে ত্বক ভালো রাখতে ঘরোয়া ফেস প্যাক
যদি প্রাক্রিতিক উপাদানে রূপচর্চা করার কথা কেউ ভাবেন, তাহলে সবার আগে যার কথা আসে, তা হল কাচা হলুদ। কারণ, কাঁচা হলুদ ত্বকের যত্নে বহুল ব্যবহৃত এবং কার্যকর একটি প্রাকৃতিক উপাদান।
তাইতো, কাঁচা হলুদ কেবলমাত্র রান্নাঘরের মসলা হিসাবে নয়, যুগের পর যুগ রূপচর্চার অন্যতম প্রধান প্রাকৃতিক উপাদান হিসাবে ব্যবহার হয়ে আসছে। কাঁচা হলুদে পাওয়া যায়, এমন ধরণের প্রাকৃতিক জৈব উপাদান, যা ত্বকের বিভিন্ন ধরণের সমস্যা সমাধানের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনে, ত্বকের হারিয়ে যাওয়া উজ্জলতা।
তবে, এই উপাকারি প্রাকৃতিক উপাদানটি রূপচর্চায় ব্যবহারে কিছু নিয়ম অনুসরণ করলে, ভালো ফলাফল পাওয়া যায়। তাই, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, রূপচর্চায় কাঁচা হলুদের উপকারিতা এবং কাঁচা হলুদের সর্বাধিক উপকারি ১০ ঘরোয়া ফেস প্যাক সম্পর্কে। তাহলে চলুন আমরা দেখে নেই-
রূপচর্চায় কাঁচা হলুদের উপকারিতা- Benefits of raw turmeric in beauty care
কাঁচা হলুদে রয়েছে বিভিন্ন ধরণের প্রাকৃতিক উপাদান, যা ত্বকের যত্নে বা রূপচর্চায় কার্যকরী এবং উপকারি ভূমিকা পালন করে। নিম্নে কাঁচা হলুদের কয়েকটি উপকারিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো-
*** অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ- কাঁচা হলুদে রয়েছে প্রাকৃতিক এই উপাদানগুলো, যা ত্বককে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমন থেকে রক্ষা করে। ফলে এই উপাদানটি ত্বকের ব্রণ, ফুসকুড়ি এবং চুলকানির সমস্যা কমায়।
*** ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে- কাঁচা হলুদ ত্বকের মৃত কোষকে দূর করে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে, ফলে ত্বক হয়ে উঠে আরো উজ্জল ও দীপ্তিময়। তাছাড়া, এটি নিয়মিত ব্যবহারে ত্বকে স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আসে।
*** ত্বকের কালচে ভাব ও দাগ দূর করে- কাঁচা হলুদে পাওয়া যায় কারকিউমিন নামক বিশেষ এক প্রাকৃতিক উপাদান, যা ত্বকের কালো দাগ, ব্রণের দাগ, সানট্যান এমনকি বয়স জনিত ছোপ্ছাপ দূর করতে দারুণভাবে কার্যকর।
*** অ্যান্টি এজিং গুনাগুণ- কাঁচা হলুদের রয়েছে অ্যান্টি এজিং গুনাগুণ, যা উৎপাদন বাড়ায় ত্বকের কোলাজেন পাশাপাশি ত্বকের বলি রেখা, ফাইন লাইন ও বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে।
*** প্রাকৃতিক এক্সফোলিয়েটর- কাঁচা হলুদে থাকা এক্সফোলিয়েটর গুনাগুণ ত্বকের মৃত কোষকে দূর করতে সাহায্য করে এবং ত্বকের গভীর থেকে ত্বককে রাখে পরিস্কার।
*** একসার করে ত্বকের টোন- কাঁচা হলুদ নিয়মত ব্যবহারে ত্বকের অসম রঙের সমস্যা দূর করে এবং এটি স্কিন টোন একসার করতে সাহায্য করে।
কাঁচা হলুদের তৈরি কার্যকরী ১০ ঘরোয়া ফেস প্যাক- 10 effective homemade face packs made from raw turmeric
কাচা হলুদ ত্বকের যত্নে অত্যান্ত কার্যকর ভূমিকা পালন করে। তবে, এর সর্বাধিক উপকারিতা পাওয়ার জন্য, কাঁচা হলুদের সঙ্গে অন্য কোন প্রাকৃতিক উপাদান মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। তাই, আমরা নিচে কাঁচা হলুদের তৈরি ঘরোয়া ফেস প্যাক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি, যাতে আপনি আপনার ত্বকের ধরণ অনুযায়ী বেচে নিতে পারেন।
ব্রণ প্রতিরোধে- কাঁচা হলুদ ও মধুর ফেস প্যাক
কাঁচা হলুদের জীবাণুনাশক প্রাকৃতিক উপাদান, যেমন ব্রণ প্রতিরোধে অত্যান্ত কার্যকর, তেমনিভাবে মধুতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বককে করে আর্দ্র, কোমল মসৃণ এবং হাস্যউজ্জ্বল। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাঁচা হলুদ ১ টেবিল চামচ।
- মধু ১ টেবিল চামচ।
এখন উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং মুখের ত্বকে ব্যবহার করুন। ১৫ মিনিট ত্বকে রাখার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি নিয়মিত ত্বকে ব্যবহারের ফলে, ত্বক হবে পরিস্কার, ব্রণমুক্ত এবং কোমল মসৃণ। এই প্যাকটি প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে কার্যকরী একটি সমাধান।
ত্বকের উজ্জলতা বাড়াতে- কাঁচা হলুদ ও দুধের ফেস প্যাক
কাঁচা হলুদে থাকা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যেমন, ত্বকের কালচে দূর করতে সাহায্য করে তেমনিভাবে, দুধে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের হারিয়ে যাওয়া ময়েশ্চারাইজারকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাঁচা হলুদের পেস্ট ১ টেবিল চামচ।
- কাঁচা দুধ ২ টেবিল চামচ।
এখন উপরের উপকরণ দুটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং মুখের ত্বকে ব্যবহার করুন। ১৫/২০ মিনিট ত্বকে রাখার পর, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বক হবে কোমল উজ্জল এবং প্রাণবন্ত।
ত্বকের দাগ দূর করতে- কাঁচা হলুদ ও লেবুর রসের ফেস প্যাক
লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, যা ত্বকের দাগ ও মেছতা দূর করতে সাহায্য করে এবং হলুদে থাকা উপাদান ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাঁচা হলুদ বাটা ১ টেবিল চামচ।
- লেবুর রস পরিমাণ মত।
সানট্যান দূর করতে- কাঁচা হলুদ ও টমেটোর ফেস প্যাক
টমেটোতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড, যা ত্বকের সানট্যান ও কালোভাব কমাতে সাহায্য করে এবং কাঁচা হলুদ ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
আরো পড়ুনঃ ঘৃতকুমারী চাষ পদ্ধতি - ঘৃতকুমারী পরিচর্যা - টবে ঘৃতকুমারী চাষ
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- পাকা টপমেটোর রস ১ টেবিল চামচ।
তেলাক্ত ত্বকের জন্য- কাঁচা হলুদ ও বেসনের ফেস প্যাক
- কাঁচা হলুদ বাটা ১ টেবিল চামচ।
- বেসন ১ টেবিল চামচ।
- পরিমাণমত গোলাপজল।
ত্বক ময়েশ্চারাইজ করতে- কাচা হলুদ ও অ্যালোভেরার ফেস প্যাক
অ্যালোভেরার জেল ত্বক ঠাণ্ডা রাখার পাশাপাশি ত্বককে করে ময়েশ্চারাইজ এবং হলুদ ত্বকের জীবাণু নাশক হিসাবে কাজ করে। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাচা হলুদ ১ টেবিল চামচ।
- অয়ালোভেরার জেল ২ টেবিল চামচ।
স্কিন টোন ইভেন করতে- কাচা হলুদ ও টক দইয়ের ফেস প্যাক
টক দইয়ে পাওয়া যায় ল্যাকোটিন নামক এক ধরণের অ্যাসিব যা ত্বকের মৃত কোস দূর করতে সাহায্য করে এবং হলুদ ত্বককে করে কোমল, মসৃণ ও উজ্জল। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাচা হলুদ ১ টেবিল চামচ।
- টক দই ২ টেবিল চামচ।
শুস্ক ত্বকের যত্নে- কাঁচা হলুদ ও নারকেল তেলের ফেস প্যাক
শুস্ক ত্বক বা শীতকালে এই এটি খুবই উপকারি। কারণ, নারকেল তেল ত্বকের গভীর থেকে ময়েশ্চারাইজ করে এবং কাঁচা হলুদ ত্বককে সুস্থ রাখে ও উজ্জল করে। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাঁচা হলুদ ১ টেবিল চামচ।
- নারকেল তেল ১ টেবিল চামচ।
তৈলাক্ত ত্বকের জন্য- কাঁচা হলুদ ও মুলতানি মাটির ফেস প্যাক
মুলতানি মাটি ত্বকের অতিরুক্ত তেল শোষণ করে এবং হলুদ ত্বকের সুরক্ষা দেওয়ার পাশাপাশি, ত্বকের উজ্জলতা বাড়ায়। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাঁচা হলুদ ১ টেবিল চামচ।
- মুলতানি মাটি ১ টেবিল চামচ।
- পরিমাণ গোলাপজল।
ত্বক ঠান্ডা রাখতে- কাঁচা হলুদ ও শসার ফেস প্যাক
শসা বা শসার রস ত্বক ঠান্ডা রাখার পাশাপাশি ত্বককে শান্ত রাখে এবং কাঁচা হলুদ ত্বকের উজ্জলাতা বাড়াতে সাহায্য করে। এই প্যাকটি তৈরী ও ব্যবহার করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
- কাঁচা হলুদের গুড়ো ১ টেবিল চামচ।
- শসার রস ২ টেবিল চামাচ।
উপকরণ দুটি একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং সেটি ত্বকে লাগিয়ে ১০/১৫ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন, শুকিয়ে গেলে স্বাভাবিক পানি ধুয়ে ফেলুন। গরমের সময় এই প্যাকটি যেমন ত্বক সতেজ ও হাইড্রেট রাখে তেমনি নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে সুস্থ সবল এবং কোমল।
কাঁচা হলুদের প্যাক ব্যবহারের নিয়ম ও সতর্কতা- Rules and precautions for using raw turmeric packs
সকল উপকারি জিনিসের উপকারের পাশাপাশি অপকারিতা থাকে। তাই কাঁচা হলুদের ফেস প্যাকেরও কিছু অপকারিতা রয়েছে। তাই, এই প্যাক ব্যবহারের খেত্রেও, কিছু সতর্কতা অবলম্বন করে ব্যবহার করা উচিত। যেমন-
- কাঁচা হলুদ বা অন্য যে কোন ফেস প্যাক ব্যবহারের আগে বা প্রথম ব্যবহারের আগে হাতে বা কানে প্যাচ টেস্ট করা উচিত।
- হলুদ অতিরিক্ত ত্বকে ব্যবহারের ফলে ত্বকে হলদে ছাপ পড়তে পারে, তবে চিন্তার কোন কারণ নেই, তা ভালোভাবে ধুয়ে ফেলুন।
- ফেস প্যাক ব্যবহারের সময় সঠিক পরিমাণ এবং পরিস্কার হাতে তৈরি এবং প্রয়োগ চিশ্চিত করুন।
- যে কোন ফেস প্যাকের ন্যায় কাঁচা হলুদের প্যাকও সপ্তাহে ২ বা ৩ বার ব্যবহারই যথেষ্ট।
ত্বকের যত্নে কাঁচা হলুদের ফেস প্যাক- শেষকথা ঃ Raw turmeric face pack for skin care
কাঁচা হলুদ কেবল মাত্র প্রাকৃতিক একটি উপাদান নয়, বরং এটি একটি রূপচর্চার সহজ সমাধান। এই উপাদানটি ব্যবহারে রাসায়নিক কোন ক্ষতি ছাড়াই পেতে পারেন দাগমুক্ত, কোমল, উজ্জ্বল ত্বক। ঘরোয়া উপায়ে উপরের ১০টি প্যাক নিয়মিত ব্যবহার করলে, আপনার ত্বকে ফিরে আসবে প্রকৃত সৌন্দর্য।
আরো পড়ুনঃ ব্লাকহেডস দূর করার উপায় - ব্লাকহেডস দূর করার ক্রিম
আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হন। আরো এমন তথ্য পেতে আমাদের পরবর্তী আর্টিকেলে পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url