ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী ট্রেনের আপডেট তথ্য ২০২৫

আপনি কি ঢাকা টু তারাকান্দি বা তারাকান্দি টু ঢাকা চলচলকারী আন্তঃনগর ট্রেনের তথ্য জানতে চান? কেননা অনেকে আছেন, যারা এই পথে চলাচলকারী ট্রেনের তথ্য জানার জন্য গুগলে সার্চ করেন।
আর আপনিও যদি, এই উদ্দেশ্যে গুগলে সার্চ করে থাকেন, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, "ঢাকা থেকে তারাকান্দি ও তারাকান্দি থেকে ঢাকা চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আপডেট তথ্য। যা, এই পথে চলাচলে আপনার অনেক উপকারে আসবে।  

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী ট্রেনের আপডেট তথ্য ২০২৫

আপনি ঢাকা থেকে তারাকান্দি বা তারাকান্দি থেকে ঢাকা বাংলাদেশের সবচেয়ে খরচ সাশ্রয়ী এবং আরামদায়ক ভ্রমণ, ট্রেনে করে যাতায়াত করতে চান। তাহলে আপনার অবশ্যই যানা প্রয়োজন, এই পথে চলাচলকারী ট্রেনের নাম, সময়সূচী এবং ভাড়া ২০২৫ সম্পর্কে আপডেট সকল তথ্য।
কারণ, ট্রেন কখনো কারো জন্য ১ মিনিট অপেক্ষা করে না। সে তার নির্দিষ্ট সময়ে ষ্টেশন থেকে ছেড়ে যায়। তবে চিন্তার কিছু নেই, আপনি যদি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েন, তাহলে আপনি জেনে যাবেন, এই পথে চলাচলকারী ট্রেন সম্পর্কে সকল আপডেট তথ্য ২০২৫ সম্পর্কে।
যেমন, এই চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম, নম্বার, ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময়, গন্তব্যে পৌছার সময়, ভাড়াসহ ট্রেনগুলি যাত্রাপথে কোন কোন ষ্টেশনে বিরতি দেয়, সেই সকল ষ্টেশনের নাম, সাপ্তাহিক বন্ধের দিন এবং যাত্রা বিরতির সময় সম্পর্কে বিস্তারিত তথ্য। যা, আপনাকে এই পথে ট্রেনে ভ্রমণে সাহায্য করবে। তাহলে চলুন আমরা দেখে নেই-

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী ট্রেনের নাম

ঢাকা তারাকান্দি রেল পথের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। এই পথে প্রতিদিন নিয়মিতভাবে দু'টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো, ট্রেন দু;টির নাম, নম্বর এবং সাপ্তাহিক বন্ধের দিন।

ঢাকা তারাকান্দি  চলাচলকারী ট্রেনের নাম

ক্রঃনং

ট্রেনের নাম

নম্বার

বন্ধের দিন

০১

অগ্নিবীণা এক্সপ্রেস আন্তঃনগর

৭৩৫/৭৩৬

নাই

০২

যমুনা এক্সপ্রেস  আন্তঃনগর

৭৪৫/৭৪৬

নাই

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী

আপনারা যারা এই রুটে আরামদায়ক ট্রেনে ভ্রমণ করতে চান, তাদের ট্রেনের সঠিক সময়সূচী সম্পর্কে জানতে হবে। তাছাড়া, ট্রেন যেহেতু তার নির্দিষ্ট সময়ে ষ্টেশন থেকে ছেড়ে যায়। তাই, ট্রেনে চলাচল করার জন্য সঠিক সময়সূচী যানা প্রয়োজন এবং নির্দিষ্ট সময়ের কমপক্ষে ২০/২৫ মিনিট পূর্বে ষ্টেশনে উপস্থিত হয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে।
কারণ, ট্রেনের যাত্রীর কাছে ১ মিনিট সময়ের মূল্য অনেক। দেখা যায় যে, অনেকে ১ মিনিট সময়ের জন্য ট্রেন ফেল করেছেন। তাই, সঠিক সময়ে ষ্টেশনে উপস্থিত হওয়া জরুরি। চলুন আমরা নিম্নের টেবিল থেকে একনজরে দেখে নেই, এই পথে চলাচলকারী ট্রেনের সময়সূচী সম্পর্কে।

ঢাকা তারাকান্দি চলাচলকারী ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে তারাকান্দি

ক্রঃনং

ট্রেনের নাম

বন্ধের দিন

ছাড়ার সময়

পৌছার সময়

ভ্রমনের সময়

০১

অগ্নিবীণা এক্সপ্রেস

নাই

সকাল- ১১.৩০

বিকাল- ০৪.৫০

০৫.২০  মিনিট

০২

যমুনা এক্সপ্রেস

নাই

বিকাল- ০৪.৪৫

রাত- ১০.৫০

০৫.০৫ মিনিট

তারাকান্দি থেকে ঢাকা

০১

অগ্নিবীণা এক্সপ্রেস

নাই

বিকাল- ০৫.২০

রাত- ১১.০০

০৫.৪০ মিনিট

০২

যমুনা এক্সপ্রেস

নাই

রাত- ০২.০০

সকাল- ০৭.৪৫

০৫.৪৫ মিনিট

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫/৭৩৬) আন্তঃনগর ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত বহুল পরিতিচ এবং জনপ্রিয় একটি ট্রেন, যা ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত নিয়মিতভাবে চলাচল করে। ট্রেনটির নাম করণ করা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"র নামানুসারে।
ট্রেনটি নিয়মিতভাবে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে সকাল ১১.৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং বিকাল ০৪ টা ৫০ মিনিটে তারাকান্দি রেলওয়ে ষ্টেশনে পৌছায়। আবার তারাকান্দি রেলওয়ে ষ্টেশন থেকে বিকাল ০৫ টা ২০ মিনিটে যাত্রা শুরু করে এবং রাত ১১ টা ০০ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে পৌছায়। ট্রেনটির সাপ্তাহিক কোন বন্ধ নেই।

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অগ্নিবীণা ট্রেনের যাত্রা বিরিতির ষ্টেশন ও সময়

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অনেক যাত্রী সাধারণ রয়েছে, যারা সরাসরি ঢাকা থেকে তারাকান্দি বা তারাকান্দি থকে ঢাকা না গিয়ে, মাঝপথে কোন ষ্টেশনে উঠতে বা নামতে পারেন। তাই এই পথে চলচলের সময় অগ্নিবীণা আন্তঃনগর ট্রেনটি মাত্র ০৭ টি ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। নিম্নে যাত্রা বিরতির ষ্টেশনের নাম, ষ্টেশনে পৌছার সময় এবং ছেড়ে যাওয়ার সময় টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অগ্নিবীণা ট্রেনের যাত্রা বিরিতির ষ্টেশন  সময়

 

ক্রঃনং

 

ষ্টেশনের নাম

ঢাকা থেকে তারাকান্দা

তারাকান্দা থেকে ঢাকা

আগমন

প্রস্তান

আগমন

প্রস্তান

০১

ঢাকা কমলাপুর

----

বেলা- ১১.৩.

রাত- ১১.০০

----

০২

বিমানবন্দর

বেলা- ১১.৫৩

বেলা- ১১.৫৮

রাত- ১০.৩৫

রাত- ১০.৩৭

০৩

গফরগাঁও

বেলা- ০১.৪৫

বেলা- ০১.৪৭

রাত- ০৮.৩৪

রাত- ৮.৩৮

০৪

ময়মিনসিংহ

বেলা- ০২.৩৫

বেলা- ০২.৩৮

সন্ধ্যা- ০৭.৪৫

সন্ধ্যা- ০৭.৪৮

০৫

নুরিদ্দী

বিকাল- ০৩.১৬

বিকাল- ০৩.১৮

সন্ধ্যা- ০৭.০৩

সন্ধ্যা- ০৭.০৫

০৬

জামালপুর

বিকাল- ০৩.৩৮

বিকাল- ০৩.৪২

বিকাল- ০৬.৩৮

বিকাল- ০৬.৪০

০৭

কান্দুয়া বাজার

বিকাল- ০৪.০০

বিকাল- ০৪.০২

বিকাল- ০৬.১৭

বিকাল- ০৬.১৯

০৮

সরিষাবাড়ি

বিকাল- ০৪.৩৩

বিকাল- ০৪.৩৫

বিকাল- ০৫.৪৫

বিকাল- ০৫.৪৭

০৯

তারাকান্দা

বিকাল- ০৪.৫০

----

----

বিকাল- ০৫.২০

ঢাকা তার্মাকান্দি রুটে চলাচলকারী যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

যমুনা এক্সপ্রেজমুনা (৭৪৫/৭৪৬) আন্তঃনগর ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অন্যতম পরিতিচ এবং জনপ্রিয় একটি ট্রেন, যা ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত নিয়মিতভাবে চলাচল করে। ট্রেনটি তার কার্যক্রম শুরু করেন ১৯৮৮ সালের ৩০ জানুয়ারী থেকে এবং বর্তমান সময়সূচী, ট্রেনটির চলাচলের তথ্যটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আপডেট তথ্য।
ট্রেনটি নিয়মিতভাবে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে বিকাল ০৪ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে এবং রাত ১০ টা ৫০ মিনিটে তারাকান্দি রেলওয়ে ষ্টেশনে পৌছায়। আবার তারাকান্দি রেলওয়ে ষ্টেশন থেকে রাত ০২ টা ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং সকাল ০৭ টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে পৌছায়। ট্রেনটির সাপ্তাহিক কোন বন্ধ নেই।

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী যমুনা ট্রেনের যাত্রা বিরিতির ষ্টেশন ও সময়

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অনেক যাত্রী সাধারণ রয়েছে, যারা সরাসরি ঢাকা থেকে তারাকান্দা বা তারাকান্দি থকে ঢাকা না গিয়ে মাঝপথে কোন ষ্টেশনে উঠতে বা নামতে পারেন। তাই এই পথে চলচলের সময় যমুনা আন্তঃনগর ট্রেনটি মাত্র ০৯ টি ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। নিম্নে যাত্রা বিরতির ষ্টেশনের নাম, ষ্টেশনে পৌছার সময় এবং ছেড়ে যাওয়ার সময় টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী যমুনা ট্রেনের যাত্রা বিরিতির ষ্টেশন সময়

 

ক্রঃনং

 

ষ্টেশনের নাম

ঢাকা থেকে তারাকান্দা

তারাকান্দা থেকে ঢাকা

আগমন

প্রস্তান

আগমন

প্রস্তান

০১

ঢাকা কমলাপুর

----

বিকাল- ০৪.৪৫

সকাল- ৭.৪৫

----

০২

বিমানবন্দর

বিকাল- ০৫.০৮

বিকাল- ০৫.১৩

সকাল- ০৭.১৭

সকাল- ০৭.২৩

০৩

জয়দেবপুর

বিকাল- ০৫.৩৮

বিকাল- ০৫.৪১

সকাল- ০৬.৫৫

সকাল- ০৬.৫৮

০৪

শ্রীপুর

বিকাল- ০৬.১৭

বিকাল- ০৬.২০

সকাল- ০৬.১৬

সকাল- ০৬.১৮

০৫

গফরগাঁও

সন্ধ্যা- ০৭.২২

সন্ধ্যা- ০৭.২৫

ভোর- ০৫.১৬

ভোর- ০৫.১৮

০৬

ময়মিনসিংহ

রাত- ০৮.৩২

রাত- ০৮.৩৭

রাত- ০৪.২৫

রাত- ০৪.৩০

০৭

নুরিদ্দী

রাত- ০৯.১৩

রাত- ০৯.১৫

রাত- ০৩.৪৬

রাত- ০৩.৪৮

০৮

পিয়ারুল

রাত- ০৯.২৮

রাত- ০৯.৩০

রাত- ০৩.৩৩

রাত- ০৩.৩৫

০৯

জামালপুর

রাত- ০৯.৪১

রাত- ০৯.৪৩

রাত- ০৩.০৬

রাত- ০৩.১১

১০

সরিষাবাড়ি

রাত- ১০.২৮

রাত- ১০.৩০

রাত- ০২.১৫

রাত- ০২.১৮

১১

তারাকান্দা

রাত- ১১.০০

----

----

রাত- ০২.০০

ঢাকা তারাকান্দি ট্রেনের ভাড়া ২০২৫

ঢাকা থেকে তারাকান্দি রুটে চলাচলকারী ট্রনের তথ্য আপনারা নিশ্চয়ই উপরের আলোচনা থেকে জেনে গেছেন। এখন যানা প্রয়োজন এই পথে চলাচলকারী ট্রেনের ভাড়া সম্পর্কে। কারণ, টিকিটের সঠিক মূল্য সম্পর্কে জানাটাও অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনার খরচ কত টাকা হবে, ভাড়ার উপর অনেকটা নির্ভর করে। তবে, আপনি চাইলে খুব সহজে নিচের টেবিল থেকে ভাড়া জেনে নিতে পারবেন।

ঢাকা তারাকান্দি ট্রেনের ভাড়া ২০২৫

ক্রঃনং

আসনের নাম

ভাড়া (টাকা)

০১

এসি

৫০৬ টাকা

০২

প্রথম বার্থ

৪৪০ টাকা

০৩

স্নিগ্ধা

৪২০ টাকা

০৪

প্রথম আসন

২৯৫ টাকা

০৫

শোভন চেয়ার

২২০ টাকা

০৬

শোভন

১৮৫ টাকা

ঢাকা তারাকান্দি রুটের আপডেট তথ্য- শেষকথা

ঢাকা টু তারাকান্দি বা তারাকান্দি টু ঢাকা ট্রেনে ভ্রমন করা সত্যিই আনন্দদায়ক, আরামদায়ক, খরচ সাশ্রয়ী এবং অনেক নিরাপদ। যারা এই রুটে প্রথমবার কিংবা নিয়মিতভাবে চলাচল করতে চান, তাদের জন্য আজকের আর্টিকেলে দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যেমন সময়সূচী, ভাড়া, যাত্রা বিরিতির ষ্টেশন ইত্যাদি তথ্য সত্যিই আপনার ভ্রমণে অনেক উপকারে আসবে।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা সর্বচ্চ চেষ্টা করেছি ২০২৫ সালের সর্বশেষ আপডেট তথ্য উপাস্থান করতে, আপনাদের যাত্রা পরিকল্পিত এবং আরো সহজ হয়ে উঠে। তবে, একটি বিষয় সবসময় স্মরণ রাখতে হবে যে, ট্রেন কখনো কারো জন্য অপেক্ষা করেনা। তাই, নির্দিষ্ট সময়ের আগেই ষ্টেশনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করুন এবং নিরাপদে ভ্রমণ করুন।

আরো পড়ুনঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের আপডেট সময়সূচী ও ভাড়া ২০২৫

পরিশেষ আমরা আপনাদের বলবো, আপনি যদি এই রুটে ট্রেনে করে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি বুকমার্ক করে রাখতে পারেন, পাশাপাশি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারে, যাতে তারাও উপকৃত হন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url