ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫- Dhaka-Jashore train schedule and fares 2025

আরো পড়ুনঃ ঢাকা টু কুমিল্লা চলাচলকারী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

ঢাকা যশোর রুটে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করে। আর এই ট্রেনগুলো এই পথে চলাচলকারী যাত্রী সাধারণের যোগাযোগের ক্ষেত্রে, বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পথে চলাচলকারী ট্রেনগুলো সাধারণত, কমিউটার এবং দূরপাল্লার যাত্রীদের জন্য অনেক আরামদায়ক ভ্রমোনের সুজোগ প্রদান করে থাকে এবং যাত্রা পথে যাত্রীদের সুবিধার জন্য, বেশ কিছু ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, "ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫'' সম্পর্কে বিস্তারিত তথ্য।

আপনারা যারা এই পথে ট্রেনে করে ভ্রমণ করতে চান, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ। তাই, একটু সময় নিয়ে এটি মনোযোগের সঙ্গে পড়ুন, তাহলে এই পথে ট্রেন করে চলাচলের ক্ষেত্রে, আপনার অনেক উপকারে আসবে বলে আমরা আশাবাদী। তাহলে চলুন দেখি-

ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫- Dhaka-Jashore train schedule and fares 2025

আপনারা অনেকে আছেন, যারা ঢাকা থেকে যশোর বা যশোর থেকে ঢাকা ট্রেনে ভ্রমণ করতে চান, কিন্তু, এই পথে চলাচলকারী ট্রেনের সম্পর্কে সঠিক ধারণা নেই। তবে, ট্রেনে ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে ট্রেনের নাম, সঠিক সময়সূচী, ভাড়া ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে।

আর এই সকল কারণে অনেকেই গুগলে সার্চ করেন যানার জন্য। আর আপনিও যদি যানতে চান, তবে সমস্যা নেই। কারণ, আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি, এই পথে চলাচলকারী ট্রেনের নাম, সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন, যাত্রাপথে বিরতির ষ্টেশনের নাম, ভাড়া ২০২৫ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে সকল প্রকার তথ, যা আপনার এই পথে ট্রেন ভ্রমণে প্রয়োজন।

ঢাকা যশোর রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম- Name of the intercity train running on Dhaka-Jashore route

যদিও, যশোর কোন আন্তঃনগর ট্রেনের শুরু বা শেষ ষ্টেশন নয়। তবে, বর্তমানে ঢাকা যশোর রুটে তিনটি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে। নিম্নে ট্রেনগুলোর নাম, নম্বর, সাপ্তাহিক বন্ধের দিন টেবিলের মাধ্যমে দেখানো হলো-

ঢাকা যশোর রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম

ক্রঃনং

ট্রেনের নাম

নম্বর

সাপ্তাহিক বন্ধ

০১

সুন্দরবন এক্সপ্রেস আন্তঃনগর

৭২৬/৭২৫

বুধবার/মঙ্গলবার

০২

চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর

৭৬৬/৭৬২

রবিবার

০৩

বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর

৭৯৫/৭৯৫

বুধবার

ঢাকা যশোর রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের সময়সূচী- Intercity train schedule on Dhaka-Jashore route

কথায় আছে, ১ মিনিট সময়ের মূল্য বোঝেন, একজন ট্রেনের যাত্রী, যদি সে কোন কারণে ১ মিনিটের জন্য ট্রেন ফেল করেন। তাই, যারা বাংলাদেশের সবচেয়ে খরচ সাশ্রয়ী, আরামদায়ক এবং নিরাপদ ভ্রমন ট্রেনে করে ভ্রমন করতে চান, তাদের জন্য ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক ধারণে থাকা জরুরী।

তবে, চিন্তার কিছু নেই, কারণ এখন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঢাকা টু যশোর বা যশোর টু ঢাকা চলাচলকারী ট্রেনের সকল তথ্য। যেমন, ট্রেনের নাম, সাপ্তাহিক বন্ধের দিন, নির্দিষ্ট গন্তব্য থেকে ছেড়ে যাওয়া ও পৌছার সময়, যাত্রা পথে কোন ট্রেন কোন কোন ষ্টেশনে যাত্রা বিরতি দেয়, সেই ষ্টেশনের নাম ও সময় ইত্যাদি। চলুন একনজরে দেখা যাক সময়সূচী- 

ঢাকা যশোর রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ক্রঃনং

ট্রেনের নাম

সাপ্তাহিক বন্ধ

ছাড়ার সময়

পৌছার সময়

ভ্রমণ সময়

ঢাকা থেকে যশোর

০১

সুন্দরবন এক্সপ্রেস আন্তঃনগর

বুধাবার

সকাল- ০৮.০০

দুপুর- ০২.০৫

০৬.০৫ মিনিট

০২

চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর

রবিবার

সন্ধ্যা- ০৭.৩০

রাত- ০৩.০৭

০৭.৩৭ মিনিট

০৩

বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর

বুধবার

রাত- ১১.৩০

সকাল- ০৫.৩৫

০৬.০৫ মিনিট

যশোর থেকে ঢাকা

০১

সুন্দরবন এক্সপ্রেস আন্তঃনগর

মঙ্গলবার

রাত- ১০.৫৩

সকাল- ০৫.১০

০৭.০৪ মিনিট

০২

চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর

রবিবার

সকাল- ১০.০৮

বিকাল- ০৬.০৫

০৮.০১ মিনিট

০৩

বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর

বুধবার

দুপুর- ০১.৪০

রাত- ০৮. ৩০

০৬.৫০ মিনিট

সুন্দরবন এক্সপ্রেস ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী

সন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা খুলনা চলাচলকারী অন্যতম জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। পূর্বে এই ট্রেনটি প্রায় ২০ বছর যাবত, যমুনা সেতুর উপর দিয়ে চলাচল করলেও, ২০২৩ সালের ১লা নভেম্বর বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ট্রেন হিসাবে পদ্মা সেতুর উপর দিয়ে যশোর হয়ে খুলনা চলাচল শুরু করে।

এই ট্রেনটি ঢাকা খুলনা যাবার পথে, বুধবার এবং ফিরে আসার পথে মঙ্গলবার বন্ধ থাকে। বাকি ৬দিন ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ০৮ঃ০০ মিনিটে এবং যশোর পৌঁছে বিকাল ০২ঃ০৫ মিনিটে এবং যশোর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায় রাত ১০ঃ৫৩ মিনিটে এবং ঢাকা পৌছায় সকাল ০৫ঃ১০ মিনিটে।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ঢাকা যশোর রুটে যাত্রা বিরতির ষ্টেশন ও সময়

সুন্দরবন এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা টু যশোর এবং যশোর টু ঢাকা রুটে চলাচল সময় যাত্রী সাধারণের সুবিধার জন্য, যে ১১ টি ষ্টেশনে কয়েক মিনিট করে যাত্রা বিরতি দেয়, সেই সকল ষ্টেশনের নাম ও সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ঢাকা যশোর রুটে যাত্রা বিরতির ষ্টেশন সময়

ক্রঃনং

ষ্টেশনের নাম

ঢাকা থেকে যশোর

যশোর থেকে ঢাকা

আগমন

প্রস্তান

আগমন

প্রস্তান

০১

ঢাকা

-----

সকাল-০৮.০০

সকাল- ০৫.১০

-----

০২

ভাঙ্গা

সকাল- ০৯.০৭

সকাল- ০৯.০৯

রাত- ০৩.৪৫

রাত- ০৩.৪৭

০৩

ফরিদপুর

সকাল- ০৯.৩৯

সকাল- ০৯.৪২

রাত- ০৩.১২

রাত- ০৩.১৫

০৪

রাজবাড়ী

সকাল- ১০.১৫

সকাল- ১০.২৫

রাত-০২.৩০

রাত- ০২.৪০

০৫

খোকসা

বেলা- ১০.৫৯

বেলা- ১১.০১

রাত- ০১.৫১

রাত- ০১.৫৩

০৬

কুস্টিয়া কোর্ট

বেলা- ১১.৩৫

বেলা- ১১.৩৮

রাত- ০১.১২

রাত-০১.১৫

০৭

পোড়াদহ

বেলা- ১১.৫০

বেলা- ১১.৫৩

রাত- ১২.৫৮

রাত- ০১.০০

০৮

আলমডাঙ্গা

বেলা- ১২.০৯

বেলা- ১২.১১

রাত-১২.৪০

রাত- ১২.৪২

০৯

চুয়াডাঙ্গা

বেলা- ১২.২৭

বেলা- ১২.৩০

রাত- ১২.২১

রাত- ১২.২৪

১০

দরশনা

বেলা- ১২.৫০

বেলা- ১২.৫৩

 

 

১১

কোর্টচাঁদপুর

বেলা- ০১.১৬

বেলা- ০১.১৮

রাত-১১.৩৮

রাত- ১১.৪০

১২

মোবারকগঞ্জ

বেলা- ০১.৩০

বেলা- ০১.৩৩

রাত- ১১.২৪

রাত- ১১.২৬

১৩

যশোর

বেলা- ০২.০৫

-----

-----

রাত- ১০.৫৩

চিত্রা এক্সপ্রেস ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী

চিত্রা এক্সপ্রেস মূলত ঢাকা- খুলন ও খুলনা- ঢাকা চলাচলকারি একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রনটি বাংলাদেশের অন্যতম একটি বডগেজ বগিতে এই পথে চলাচলকারী একটি ট্রেন। চিত্রা এক্সপ্রেস ট্রনটির মোট বগি সংখ্যা ১২ টি এবং যাত্রী ধারণ ক্ষমতা ৭৮১টি। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ২টি এবং এসি চেয়ারের কামরা রয়েছে।

আরো পড়ুনঃ ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী ট্রেনের আপডেট তথ্য ২০২৫ 

এই ট্রেনটি ঢাকা খুলনা যাতায়াতের সময় সপ্তাহে রবিবার বন্ধ থাকে। বাকি ৬দিন ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা ০৭ঃ৩০ মিনিটে এবং যশোর পৌঁছে রাত ০৩ঃ০৭ মিনিটে এবং যশোর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায় বেলা ১০ঃ০৮ মিনিটে এবং ঢাকা পৌছায় বিকাল ০৬ঃ০৫ মিনিটে।

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ঢাকা যশোর রুটে যাত্রা বিরতির ষ্টেশন ও সময়

চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা টু যশোর এবং যশোর টু ঢাকা রুটে চলাচল সময় যাত্রী সাধারণের সুবিধার জন্য যে ১৫ টি ষ্টেশনে কয়েক মিনিট করে যাত্রা বিরতি দেয়, সেই সকল ষ্টেশনের নাম ও সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ঢাকা যশোর রুটে যাত্রা বিরতির ষ্টেশন সময়

ক্রঃনং

ষ্টেশনের নাম

ঢাকা থেকে যশোর

যশোর থেকে ঢাকা

আগমন

প্রস্তান

আগমন

প্রস্তান

০১

ঢাকা

-----

সন্ধ্যা- ০৭.৩০

বিকাল- ০৬.০৫

------

০২

বিমানবন্দর

সন্ধ্যা- ০৭.৫৩

সন্ধ্যা- ০৭.৫৮

বিকাল- ০৫.৩৩

বিকাল-০৫.৩৬

০৩

জয়দেবপুর

রাত- ০৮.২১

রাত- ০৮.২৩

বিকাল- ০৫.০৪

বিকাল- ০৫.০৭

০৪

টাঙ্গাইল

রাত- ০৯.২৬

রাত- ০৯.২৮

বিকাল- ০৩.৫২

বিকাল- ০৩.৫৪

০৫

ইব্রাহীমাবাদ

রাত- ০৯.৪৮

রাত- ০৯.৫০

বেলা- ০৩.২৯

বেলা- ০৩.৩২

০৬

SHM মনসুর আলী

রাত- ১০.০৬

রাত- ১০.০৯

বেলা- ০২.৪৫

বেলা- ০২.৪৮

০৭

উল্লাপাড়া

রাত-  ১০.২৬

রাত- ১০.২৯

বেলা- ০২.২৭

বেলা-০২.৩০

০৮

বড়াল ব্রিজ

রাত- ১০.৪৭

রাত- ১০.৫০

বেলা-০২. ০৬

বেলা- ০২.০৯

০৯

চাটমহর

রাত- ১১.০৪

রাত- ১১.০৭

বেলা- ০১.৪৮

বেলা- ০১.৫১

১০

ঈশ্বরদী

রাত- ১১.৪৫

রাত- ১১.৫৫

বেলা- ০১.১৫

বেলা- ০১.২৫

১১

ভেড়ামারা

রাত- ১২.২৫

রাত- ১২.২৮

বেলা- ১২.৫২

বেলা- ১২.২৫৫

১২

পোড়াদহ

রাত-  ১২.৪৬

রাত- ১২.৪৯

বেলা- ১২.২৭

বেলা- ১২.৩০

১৩

আলমডাঙ্গা

রাত- ০১.০৫

রাত-০১.০৮

বেলা- ১২.০৯

বেলা- ১২.১১

১৪

চুয়াডাঙ্গা

রাত- ০১.২৪

রাত- ০১.২৭

বেলা- ১১.৫০

বেলা- ১১.৫৩

১৫

কোর্টচাঁদপুর

রাত- ০২.১৬

রাত- ০২.১৮

বেলা- ১১.০২

বেলা- ১১০.৪

১৬

মোবারকগঞ্জ

রাত- ০২.৩০

রাত- ০২.৩২

বেলা- ১০.৪৯

বেলা- ১০.৫১

১৭

যশোর

রাত- ০৩.০৭

-----

-----

বেলা- ১০.০৮

বেনাপোল এক্সপ্রেস ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী

বেনাপোল এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র ট্রেন পরিষেবা, যা ২০১৯ সালের জুলাই মাসে চালু হয়। বাংলাদেশের রেলওয়ে সংস্থার পশ্চিম এলাকা কর্তৃক পরিচালিত অন্যতম একটি বিলাসবহুল এবং অত্যাধুনিক ট্রেন বেনাপোল এক্সপ্রেস।

এই ট্রেনটি ঢাকা বেনাপোল যাতায়াতের সময় সপ্তাহে বুধবার বন্ধ থাকে। বাকি ৬দিন ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায় রাত ১১ঃ৩০ মিনিটে এবং যশোর পৌঁছে সকাল ০৫ঃ৩৫ মিনিটে এবং যশোর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায় বেলা ০১.৪০ মিনিটে এবং ঢাকা পৌছায় রাত ০৮ঃ৩০ মিনিটে।

বেলাপোল এক্সপ্রেস ট্রেনের ঢাকা যশোর রুটে যাত্রা বিরতির ষ্টেশন ও সময়

বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা টু যশোর এবং যশোর টু ঢাকা রুটে চলাচল সময় যাত্রী সাধারণের সুবিধার জন্য যে ১০ টি ষ্টেশনে কয়েক মিনিট করে যাত্রা বিরতি দেয়, সেই সকল ষ্টেশনের নাম ও সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেখানো হলো- 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঢাকা যশোর রুটে যাত্রা বিরতির ষ্টেশন সময়

ক্রঃনং

ষ্টেশনের নাম

ঢাকা থেকে যশোর

যশোর থেকে ঢাকা

আগমন

প্রস্তান

আগমন

প্রস্তান

০১

ঢাকা

-----

রাত- ১১.৩০

রাত- ০৮.৩০

------

০২

ভাঙ্গা

রাত- ১২.৪০

রাত- ১২.৪২

সন্ধ্যা- ০৬.৫৬

সন্ধ্যা- ০৬.৫৮

০৩

ফরিদপুর

রাত- ০১.১৩

রাত- ০১.১৬

বিকাল- ০৬.২২

বিকাল- ০৬.২৫

০৪

রাজবাড়ী

রাত- ০১.৫০

রাত- ০২.০০

বিকাল- ০৫.৩০

বিকাল- ০৫.৫০

০৫

খোকসা

রাত- ০২.৩৬

রাত- ০২.৩৮

বিকাল- ০৪.৪৯

বিকাল- ০৪.৫২

০৬

কুস্টিয়া কোর্ট

রাত-০৩.০১

রাত- ০৩.০৪

বিকাল- ০৪.১২

বিকাল- ০৪.১৫

০৭

পোড়াদহ

রাত- ০৩.২০

রাত- ০৩.২৩

বিকাল- ০৩.৫৭

বিকাল- ০৪.০০

০৮

চুয়াডাঙ্গা

রাত- ০৩.৫২

রাত- ০৩.৫৫

বিকাল- ০৩.২৬

বিকাল- ০৩.২৯

০৯

দরশনা

রাত- ০৪.১৬

রাত- ০৪.১৯

বিকাল- ০২.৫৯

বিকাল- ০৩.০২

১০

কোর্টচাঁদপুর

রাত-  ০৪.৪৪

রাত- ০৪.৪৬

বেলা- ০২.৩৩

বেলা- ০২.৩৫

১১

মোবারকগঞ্জ

রাত-  ০৪.৫৮

রাত- ০৫.০০

বেলা- ০২.১৯

বেলা- ০২.২১

১২

যশোর

সকাল- ০৫.৩৫

-----

-----

বেলা- ০১.৪০

ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের ভাড়া ২০২৫- Train fares on Dhaka-Jashore route 2025

আপনারা নিশ্চয়ই উপরের আলোচনা থেকে জেনে গেছেন, ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য। এখন যানা প্রয়োজন ভাড়া সম্পর্কে। তাহলে, অপেক্ষা কেন নিম্নের টেবিল থেকে দেখে নেওয়া যাক-

ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের ভাড়া ২০২৫

ক্রঃনং

আসনের নাম

ভাড়া

০১

শোভন

৩৮০ টাকা

০২

শোভন চেয়ার

৪৫৫ টাকা

০৩

প্রথম সিট

৬১০ টাকা

০৪

স্নিগ্ধা

৭৬০ টাকা

০৫

এসি চেয়ার

৯১০ টাকা

০৬

এসি বার্থ

১৩৬৫ টাকা

ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনের আপডেট তথ্য- শেষকথাঃ Updated information about trains running on Dhaka-Jashore route

পরিশেষে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে, ঢাকা  যশোর রুটে ট্রেনে ভ্রমণ সত্যিই খরচে যেমন অত্যান্ত সাশ্রয়ী তেমনিভাবে আরামদায়ক এবং নির্ভরযোগ্য একটি মাধ্যম। তাছাড়া, প্রতিদিন যাত্রীরা ভিন্ন ভিন্ন ট্রেনে এবং ভিন্ন ভিন্ন সময়ে তাদের সুবিধামত সময়ে যাতায়াত করতে পারেন। 

আর আজকের আর্টিকেলে আমরা সর্বচ্চ চেষ্টা করেছি, ২০২৫ সালের আপডেট সময়সূচী, ট্রেনের নাম, সাপ্তাহিক বন্ধের দিন, ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে। আপনি যদি নির্দিষ্ট সময়ে ট্রেনে ভ্রমণ করতে চান, তবে যাত্রার পূর্বেই সময়সূচীসহ তথ্যগুলো আপনার ভালো করে যানা জরুরি।

তাছাড়া, এই পথে ট্রেন ভ্রমণের জন্য যে সকল তথ্য প্রয়োজন পড়বে, তা তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনার ভ্রমন ঝামেলামুক্ত এবং আরামদায়ক হয়। আপনি যদি কোন সময় ঢাকা যশোর রুটে ট্রেনে করে ভ্রমণ করতে চান, তবে এটি হতে পারে আপনার ভ্রমণ সাহায্যকারী গাইট লাইন।

আরো পড়ুনঃ ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি আপনার পরিচিতকে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ। "নিরাপদ ভ্রমণ করুন, ট্রেনে চলুন!"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url